West Bengal news: দুর্গাপুরে উর্বশী সর্বজনীন দুর্গাপুজোর থিমে এবার পঞ্জাব দর্শন

Last Updated:

দুর্গাপুর শিল্পাঞ্চলে 'এক টুকরো রাজস্থান' দর্শন করিয়ে গতবছর তাক লাগিয়েছিল ঊর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তাঁদের আকর্ষণীয় থিম 'এক টুকরো পঞ্জাব' তাক লাগাচ্ছে দর্শনার্থীদের।

+
এ

এ যেন সোনার মণ্ডপ

দুর্গাপুর, দীপিকা সরকার: দুর্গাপুর শিল্পাঞ্চলে ‘এক টুকরো রাজস্থান’ দর্শন করিয়ে গতবছর তাক লাগিয়েছিল ঊর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তাঁদের আকর্ষণীয় থিম ‘এক টুকরো পঞ্জাব’ তাক লাগাচ্ছে দর্শনার্থীদের। দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের এই পুজো কমিটি প্রতিবছরই তাঁদের বিশাল থিমের মণ্ডপ ও প্রতিমা গড়ে মুগ্ধ করেন দর্শনার্থীদের। এবার মণ্ডপ চত্বরে পাঞ্জাবের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি ওই থিমকে আরও জাঁকজমকপূর্ণ করতে পাঞ্জাবের শিল্পীদেরও হাজির করেছেন পুজো উদ্যোক্তারা। পাঞ্জাবের ঐতিহ্যের মধ্যেই রয়েছে সোনালী রঙের বিশাল আকারের দুর্গায়ন মন্দির।
সোনালি রঙের কারুকার্য-সহ সোনালি বর্ণের বিশালাকৃতির মণ্ডপ গড়ে তোলা হয়েছে। পাশাপাশি প্রায় ৪ লক্ষ টাকা ব্যয় করে অত্যাধুনিক আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে মণ্ডপ সহ মণ্ডপ চত্বর।তাঁদের থিম ও আলোকসজ্জা এই বছরও দর্শনার্থীদের মুগ্ধ করে তুলছে বলে দাবি পুজো উদ্যোক্তাদের। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, তাঁদের পুজো এই বছর ২২তম বর্ষে পদার্পণ করছে। দুর্গাপুরের বিগ বাজেটের অন্যান্য পুজো গুলির মত উর্বশী থিমের পুজো করলেও তাঁদের থিমে থাকে ব্যতিক্রমি অভিনবত্ব।
advertisement
advertisement
এক টুকরো রাজস্থানে যেমন রাজস্থানের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে মণ্ডপে হাজির করা হয়েছিল রাজস্থানি শিল্পীদের। ওই শিল্পীরা মণ্ডপ চত্বরে গান বাজনা সহ নৃত্য পরিবেশন করে দর্শনার্থীদের মনোরঞ্জন করছিল । তেমনটাই এবারও ওই পুজো কমিটি পাঞ্জাবের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন। পাঞ্জাবি গান বাজনা ও ভাংড়া নৃত্য পরিবেশন করতে পাঞ্জাব সহ স্থানীয় বেশকিছু শিল্পীরা এসেছেন এবার। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, পুজোর মণ্ডপ সজ্জায় রাবে বারে ভিন রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়।তাতে দর্শনার্থীরা মুগ্ধ হন। যার কারণে প্রায় প্রতিবছরই সেরার শিরোপা পেয়ে থাকে ওই পুজো কমিটি।
advertisement
পুজো কমিটির কনেভেনার দীলিপ কুমার ঘোষ ও কার্যকরী সভাপতি অমর মুখোপাধ্যায় জানান, এবার পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা। পূর্ব মেদিনীপুরের শিল্পী মণ্ডপ গড়েছেন।মণ্ডপটি প্লাইউড  দিয়ে তৈরী করা হয়েছে। মণ্ডপের অন্দরমহলে রয়েছে জমজমাট কারুকার্য। মণ্ডপের উচ্চতা প্রায় ৮০ ফুট। মণ্ডপ গড়ে উঠেছে ১২০ ফুট এলাকা জুড়ে। পাঞ্জাবের নৃত্যকলা, সঙ্গীতশাস্ত্র ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ চত্বরে।এছাড়াও বাউল, লোকগীতি সহ বাংলা গানের অনুষ্ঠান প্রতিদিনই হচ্ছে।পুজোর নবমীতে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। এবারও তাঁদের থিম সেরার শিরোপা পেয়েছে। এই দুর্গাপুরে প্যান্ডেল হপিং করতে এলে মিস করবেন না এই মন্ডপটি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: দুর্গাপুরে উর্বশী সর্বজনীন দুর্গাপুজোর থিমে এবার পঞ্জাব দর্শন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement