Potato Price Hike: ফের মধ্যবিত্তের পকেটে কোপ! আবারও একলাফে বাড়তে পারে আলুর দাম! এবার ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন ব্যবসায়ীরা...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Suman Saha
Last Updated:
Potato Price Hike: শীতের মরশুমেই আলুর দাম শুনে ঘুম উড়েছে মধ্যবিত্তের। কারণ আলু ব্যবসায়ীরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। এই ধর্মঘট হলে আলুর সঙ্কট দেখা দেবে। ফলে দাম আবারও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা: শীতের মরশুমেই আলুর দাম শুনে ঘুম উড়েছে মধ্যবিত্তের। কারণ আলু ব্যবসায়ীরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। এই ধর্মঘট হলে আলুর সঙ্কট দেখা দেবে। ফলে দাম আবারও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দাম বাড়লে এবার আলু ব্যবসায়ীরা ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন রাজ্যজুড়ে। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা।
বারুইপুর কাছারি বাজারে খুচরো আলুর দাম ৩৪ থেকে ৩৫টাকা, পাইকারি আলুর বস্তা ১৫২০টাকা, যদি সত্যি সত্যি আলু ধর্মঘট শুরু হয়, তাহলে আলুর দাম আবারও বাড়তে পারে এমনটাই মনে করছেন ক্রেতারা, এমনিতেই প্রথম থেকে আলু-পেঁয়াজের দাম মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। আবার যদি আলু ধর্মঘট হয় তাহলে দাম বাড়তে পারে এমনটাই বলছেন ছোট পাইকারি আলু ব্যবসায়ীরা।
advertisement
advertisement
সূত্রের খবর, ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ, স্টোর গুলোতে যে আলু আছে সেই আলু গোড় আলু, যেগুলো বাইরের রাজ্যে পাঠানো হয়,সেই গোড় আলু, ছাট আলু আমাদের রাজ্যে দাম কম, সেইভাবে এরাজ্যে বিক্রি হয় না। এখনও পর্যন্ত স্টোর গুলোতে ৯ শতাংশ আলু আছে। সেই আলুর দাম পাচ্ছে না বলেই এই ধর্মঘট, বলছেন বারুইপুরের আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে সমস্যা না মিটলে আবার ধর্মঘট শুরু করবেন বলে জানিয়ে দিলেন আলু ব্যবসায়ীরা।
advertisement
গত অগাস্ট মাসেও আলু ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছিলেন। তার জেরে আলুর সঙ্কট দেখা দিয়েছিল। দামও বেড়েছিল আকাশছোঁয়া। এবারও যদি আলু ব্যবসায়ীরা ধর্মঘট করেন সেক্ষেত্রে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর সঙ্কট দেখা দিতে পারে। দাম বাড়বে আলুর। কিছুদিন আগে থেকে আলুর দাম বাংলার সব বাজারে আকাশছোঁয়া হয়ে যায়। তাতে নাভিশ্বাস ওঠে মধ্যবিত্তের। দাম কমাতে মুখ্যমন্ত্রী দাওয়াই দেন। টাস্ক ফোর্স রাস্তায় নামে। কিন্তু আলুর দাম কমেনি।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 3:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Potato Price Hike: ফের মধ্যবিত্তের পকেটে কোপ! আবারও একলাফে বাড়তে পারে আলুর দাম! এবার ধর্মঘটের হুঁশিয়ারি দিলেন ব্যবসায়ীরা...