উর্দি ছেড়ে রাঁধুনি কাজ হাতে নিলেন বড়বাবু, বিরল ঘটনার সাক্ষী সাঁতরাগাছি থানা
- Published by:Satabdi Adhikary
- Written by:Debashish Chakraborty
Last Updated:
ছুটির সকালে সবাই যখন ব্যস্ত আনন্দ উৎসবে ঠিক তখনই নিজের কর্তব্য শেষ করে, নিজের দায়িত্ব সম্পূর্ণ করে থানার বড়বাবু বসেছিলেন বিশাল কড়াইয়ে রান্না করতে
#দক্ষিণবঙ্গ: পুলিশের উর্দি ছেড়ে রাঁধুনির কাজ ! ভাবছেন এই রকম বোকা মানুষ আছে নাকি এক জগতে! আসলে, একদিনে জন্য যে সান্তাক্লজের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল থানার বড়বাবুকে। সান্তা হওয়া কি সহজ কাজ!
ছুটির সকালে সবাই যখন ব্যস্ত আনন্দ উৎসবে ঠিক তখনই নিজের কর্তব্য শেষ করে, নিজের দায়িত্ব সম্পূর্ণ করে থানার বড়বাবু বসেছিলেন বিশাল কড়াইয়ে রান্না করতে | অবশ্য উপলক্ষটা কিছুটা আমাদের সকলেরই মতো। যিশুদিবসের পিকনিক। তাই খাওয়া, হইহুল্লোড়, নাচগান সবই চলল। থানার প্রাঙ্গণে বসে হল ভাত-মাংস রান্না। আর রাঁধুনি হলেন থানার বড়বাবু। এমন দৃশ্যের সাক্ষী থাকল হাওড়া সিটি পুলিশের সাঁতরাগাছি থানা।
advertisement
advertisement
এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহা জানান, কাজের জন্য তিনি তাঁর পরিবারের থেকে দূরেই থাকেন। তাঁর আশপাশে থাকে গোটা ৫০ জন সমাজের পিছিয়ে পড়া শিশুর দল। এই শিশুর দলই এখন তাঁর পরিবার। সেই বাচ্চাগুলোকে বড়দিনে একটু আনন্দ দিতেই থানা চত্বরে এই ভাত-মাংস রান্নার উদ্যোগ।
advertisement
আর সমাজের যিশুরাও নাছোড়বান্দা, তাদের আদরের "সান্তা" মানে থানার বড়বাবুর হাতের রান্না খাবে বলে। সান্তা বলে কথা সমাজের যিশুদের কথা ফেলেন কী করে, তাই পুলিশের উর্দি ছেড়ে হাতা-খুন্তি নিয়ে বসে পড়া।
advertisement
একইসঙ্গে চলল কচিকাঁচাদের নাচগান হইহুল্লোড়। রান্না শেষে মাঠেই চাদর বিছিয়ে চলল পঙক্তিভোজ। সেখানেও মধ্যমণি সেই পূজা- পাপড়িদের আদরের বড়বাবু । চোর, ডাকাত ধরার মধ্যে এই একটা দিন একটু অন্যভাবে কাটালেন হাওড়া সিটি থানার পুলিশকর্মীরাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 26, 2022 9:21 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উর্দি ছেড়ে রাঁধুনি কাজ হাতে নিলেন বড়বাবু, বিরল ঘটনার সাক্ষী সাঁতরাগাছি থানা