Schools: শূন্য স্কুল, ফাঁকা ঘর, শিক্ষক আছে, নেই ছাত্র...বন্ধ হওয়ার উপক্রম! কেন এত ছাত্রাভাব?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
আশ্চর্যজনকভাবে কমেছে দক্ষিণ ২৪ পরগনার ২০ টি স্কুলের ছাত্রসংখ্যা। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে এই স্কুলগুলির ছাত্র-ছাত্রীর সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
দক্ষিণ ২৪ পরগনা: আশ্চর্যজনকভাবে কমেছে দক্ষিণ ২৪ পরগনার ২০ টি স্কুলের ছাত্রসংখ্যা। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলে এই স্কুলগুলির ছাত্র-ছাত্রীর সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে শুরু হয়েছে পর্যালোচনা। দেখা গিয়েছে স্কুলভবন আছে। আছেন একাধিক শিক্ষকও। কিন্তু নেই পড়ুয়া। শিক্ষকরা অপেক্ষা করেন পড়ুয়াদের জন্য।
কিন্তু অনেকদিন একজন পড়ুয়াও আসে না। অনেক স্কুলে এবার মেরেকেটে ২ থেকে ৫ জন পড়ুয়া হাজির।গত দু’বছর ধরে পড়ুয়ার অভাবে ধুঁকছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক প্রাথমিক বিদ্যালয়। সরকারি হিসেবে জেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে কম।
advertisement
advertisement
এই ছবি জেলার শহরতলি সোনারপুর, বারুইপুর, ফলতা থেকে প্রত্যন্ত কুলপি, কাকদ্বীপেও। কিন্তু বাস্তবে সংখ্যাটা অনেক বেশী বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ। জানুয়ারি মাসে শুরু হবে নতুন সেশন। কিন্তু তারপরেও ছবিটার বদল না হলে পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যেতে পারে জেলার অসংখ্য প্রাথমিক বিদ্যালয়।
advertisement
তবে স্কুল বন্ধের কথা সরাসরি স্বীকার করেননি জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক। তিনি জানিয়েছেন, ২০টি স্কুলে পড়ুয়ার সংখ্যা খুবই কম। এই স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির জন্য ভিইসি কমিটি ও শিক্ষকদের উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রথমে এই স্কুলগুলিতে ছাত্র-ছাত্রী সংখ্যা কীভাবে বাড়ানো যায় তা দেখা হবে।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 8:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Schools: শূন্য স্কুল, ফাঁকা ঘর, শিক্ষক আছে, নেই ছাত্র...বন্ধ হওয়ার উপক্রম! কেন এত ছাত্রাভাব?