Lok Sabha Election 2024: অধীরের বিরুদ্ধে আর এক অধীর, সেলিমের বিরুদ্ধে সেলিম! মর্শিদাবাদে লোকসভা ভোট অবাক কাণ্ড
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
বহরমপুর ও মুর্শিদাবাদ এই দুই লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকায় দেখা গেল বিরাট চমক। একদিকে অধীরের বিরুদ্ধে আরেক অধীর। অন্যদিকে সেলিমের বিরুদ্ধে আরেক সেলিম।
বহরমপুর: বহরমপুরে অধীরের বিরুদ্ধে প্রার্থী আরেক ‘অধীর, মুর্শিদাবাদের সেলিমের পাল্টা ‘সেলিম’! এ কি কান্ড রাজনৈতিক ময়দানে। তাপমাত্রার পারদের মতোই এবার বাড়তে শুরু করেছে ভোটের তাপমাত্রার পারদ। তাবড় তাবড় হেভিওয়েট নেতা থেকে শুরু করে সেলিব্রেটিদের প্রচারে এখন দেশের পাশাপাশি বাংলার বিভিন্ন জেলায় জমজমাট ভোট প্রচার। তবে এসবের মধ্যেই বহরমপুর ও মুর্শিদাবাদ এই দুই লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকায় দেখা গেল বিরাট চমক। একদিকে অধীরের বিরুদ্ধে আরেক অধীর। অন্যদিকে, সেলিমের বিরুদ্ধে আরেক সেলিম।
দেখুনঃ রচনার ভোট প্রচারে সঙ্গী দেব! বিদায়ী সাংসদ কী পরামর্শ দিলেন Didi No 1-কে
২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল স্লোগান তুলেছিল ‘খেলা হবে’। সেই খেলা হবে স্লোগান আজও একইভাবে তৃণমূল নেতাকর্মীদের কাছে জনপ্রিয়। তবে এবার বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকায় যাদের যাদের নাম দেখা যাচ্ছে তাতে রাজনৈতিক মহলের একাংশ বলছেন, প্রার্থী তালিকাতেও ‘খেলা হবে’।
advertisement
আসলে বহরমপুর ও মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে যে সকল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে জনপ্রিয় বাম নেতা মহঃ সেলিম ছাড়াও রয়েছেন আরও এক মহঃ সেলিম। আবার বহরমপুর লোকসভা কেন্দ্রেও হেভিওয়েট জনপ্রিয় কংগ্রেস নেতা অধীরের পাল্টা রয়েছেন আরেক অধীর। সচরাচর এমন ঘটনা দেখা যায় না বললেই চলে, অথবা এই ধরনের ঘটনা অনেকের কাছে বিশ্বাস নাও হতে পারে। কিন্তু কাকতালীয়ভাবে এমন ঘটনায় ঘুরতে দেখা গেল বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে।
advertisement
advertisement
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মহঃ সেলিম। আবার ওই কেন্দ্রেই নির্দল প্রার্থী হিসেবে আরেক মহঃ সেলিম সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এক্ষেত্রে একই নামের দু’জন প্রার্থী থাকার কারণে ভোট এদিক ওদিক হওয়ার প্রবল সম্ভবনা থাকে। তবে বাম প্রার্থী মহঃ সেলিম এই যাত্রায় রক্ষা পেয়েছেন মূলত নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করা মহঃ সেলিমের প্রার্থী পদ বাতিল হয়ে যাওয়ার কারণে।
advertisement
অন্যদিকে, বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও এক অধীরকে মনোনয়নপত্র জমা দিতে দেখা গিয়েছে। তিনিও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এই প্রার্থীর প্রার্থী পদ কিন্তু বাতিল হয়নি। যে কারণে অধীর রঞ্জন চৌধুরীর ভোট নিয়ে একটি চিন্তার কারণ থেকেই যায়। যদিও তাকে এই চিন্তা থেকে একমাত্র উদ্ধার করতে পারে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীর পদবী। কেননা তিনি হলেন অধীর স্বর্ণকার। তবে সে যাই হোক, এর আগে কোন কেন্দ্রে এইভাবে নামের ক্ষেত্রে খুব কমই সামঞ্জস্য নজরে এসেছে বলেই জানা যাচ্ছে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2024 8:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: অধীরের বিরুদ্ধে আর এক অধীর, সেলিমের বিরুদ্ধে সেলিম! মর্শিদাবাদে লোকসভা ভোট অবাক কাণ্ড