Lok Sabha Election 2024: গত লোকসভায় পান্ডুয়াতে ঘাসফুলকে ছাপিয়ে পদ্ম ফুটেছিল। এবার দেখার এই মেগা র্যালি, সেলিব্রিটি কতটা কাজ করে! এর প্রভাব কতটা পড়ে এবার ইভিএম মেশিনে। পদ্মের জায়গায় কি আবারো ঘাস ফুল ফুটবে তার উত্তর পাওয়া যাবে ৪ তারিখ।
Last Updated: Apr 28, 2024, 14:45 IST


