#EgiyeBangla: চাকরিপ্রার্থীদের পড়াশোনার সুযোগ, রাজ্য সরকারের উদ্যোগে নতুন পাঠাগার নির্মাণ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
গ্রন্থাগার দফতর থেকে ২৪ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, বাগদা প্রগতি সাধারণ পাঠাগারের তহবিলের প্রায় ৬ লক্ষ টাকা খরচ হয়েছে
#বাগদা: প্রায় ৩০ লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদার প্রগতি সাধারণ পাঠাগারের নতুন ভবন। রাজ্যের উদ্যোগে খুশি বাগদা পঞ্চায়েত এলাকা-সহ পার্শ্ববর্তী এলাকার চাকরিপ্রার্থীরা।
উত্তর চব্বিশ পরগনার বাগদার প্রগতি সাধারণ পাঠাগারে পড়াশোনা করেন চাকরিপ্রার্থীরা। পুরোন ভবনের অবস্থা জীর্ণ হওয়ায় পড়াশোনা করতে অসুবিধা হত তাঁদের। রাজ্যের উদ্যোগে নতুন ভবন তৈরি হয়েছে। এখন এক জায়গায় অনেক ছাত্র পড়াশোনা করতে পারছেন।
গ্রন্থাগার দফতর থেকে ২৪ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, বাগদা প্রগতি সাধারণ পাঠাগারের তহবিলের প্রায় ৬ লক্ষ টাকা খরচ হয়েছে ৷ ১২০০ স্কোয়ার ফিট দোতলা নতুন ভবন তৈরি হয়েছে ৷ নতুন ভবন তৈরি করতে সময় লেগেছে ১ বছর
advertisement
advertisement
একসঙ্গে বসে পড়াশোনার সুযোগ পেয়ে খুশি ছাত্র ও চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের সুবিধায় নতুন নতুন বইও রাখা হয়েছে বাগদার প্রগতি সাধারণ পাঠাগারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2019 10:15 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: চাকরিপ্রার্থীদের পড়াশোনার সুযোগ, রাজ্য সরকারের উদ্যোগে নতুন পাঠাগার নির্মাণ