Eye Bank: শুরু হল আই ব্যাঙ্কের পথচলা, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে প্রথম চক্ষুদান

Last Updated:

Eye Bank: দীর্ঘ কয়েকবছর ধরে শহিদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে মৃত্যুর পর ইচ্ছুক ব্যক্তির দান করা চোখের কর্নিয়া সংগ্রহ করা হয়ে থাকে। তবে আগে প্রতিস্থাপনের জন্য কলকাতায় নিয়ে যেতে হত সেই কর্নিয়া। কিন্তু এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেই আই ব্যাঙ্ক চালু হওয়ায় খুশি খুদিরাম পাঠাগারের সদস্যরাও।

আইব্যাঙ্কের পথচলা শুরু
আইব্যাঙ্কের পথচলা শুরু
#বহরমপুর: শুরু হল আই ব্যাঙ্কের পথচলা৷ আই ব্যাঙ্কের উদ্বোধনের পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে প্রথম চক্ষুদান হল মঙ্গলবার৷
সোমবার বিকেলে মৃত্যু হয় জিয়াগঞ্জের বাসিন্দা শিখা সাহার। মৃত্যুর পর তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে পরিবারের পক্ষ থেকে তাঁর দুটি চোখ দান করা হয়। শহিদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে শিখাদেবীর চোখের কর্নিয়া সংগ্রহ করে মেডিক্যাল কলেজে নিয়ে এসে রাখা হয়। গত শুক্রবার মুর্শিদাবাদ জেলার প্রথম আই ব্যাঙ্কের উদ্বোধন করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উদ্বোধনের পরেই প্রথম চক্ষুদান৷
advertisement
advertisement
 শহিদ ক্ষুদিরাম পাঠাগারে মরোণোত্তর চুক্ষদান করেছিলেন জিয়াগঞ্জের বাসিন্দা শিখা সাহা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার বিকেলে মৃত্যু হয় তাঁর। শহিদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে শিখা দেবীর চোখের কর্নিয়া সংগ্রহ করে মেডিক্যাল কলেজে নিয়ে এসে রাখা হয়। আইব্যাঙ্কের উদ্বোধনের পরেই চক্ষুদান হয়৷
advertisement
দীর্ঘ কয়েকবছর ধরে শহিদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে মৃত্যুর পর ইচ্ছুক ব্যক্তির দান করা চোখের কর্নিয়া সংগ্রহ করা হয়ে থাকে। তবে আগে প্রতিস্থাপনের জন্য কলকাতায় নিয়ে যেতে হত সেই কর্নিয়া। কিন্তু এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেই আই ব্যাঙ্ক চালু হওয়ায় খুশি খুদিরাম পাঠাগারের সদস্যরাও। আর এই সহযোগিতায় খুশি মেডিক্যাল কলেজের চক্ষুবিভাগের চিকিৎসকেরাও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Eye Bank: শুরু হল আই ব্যাঙ্কের পথচলা, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে প্রথম চক্ষুদান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement