প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে বারাসতে ট্রেন অবরোধ

Last Updated:

প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে বনগাঁ-হাসনাবাদ শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷

#কলকাতা: ফের টেট পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বারাসত ৷ এবার ট্রেন অবরোধে সামিল টেট পরীক্ষার্থীরা ৷ ২০০৯ সালে টেট পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের অবিলম্বে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবি নিয়ে বারাসতে ট্রেন অবরোধ টেট উত্তীর্ণদের ৷
প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের কারণে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে বনগাঁ-হাসনাবাদ শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷ আটকে পড়ে বহু লোকাল ট্রেন ৷ দুর্ভোগে যাত্রীরা ৷
২০১৫ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রায় সম্পূর্ণ ৷ অথচ ২০০৯-এ যারা টেট পরীক্ষায় পাশ করেছেন তাদের নিয়োগ না করেই শূন্যপদ ভরাতে নতুন করে আবারও টেট পরীক্ষার কথা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ অবিলম্বে শূন্য পদে তাদের নিয়োগের দাবি তুলেছেন ২০০৯-এর টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷
advertisement
advertisement
তাদের অভিযোগ, আগের বারের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ২০১৫-এর টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার ৷ ২০০৯-১০ সালে প্যানেল লিস্ট প্রকাশের দাবি নিয়ে এদিন রাস্তায় নামেন প্রাথমিক শিক্ষক পদে বহু চাকরিপ্রার্থী, যারা টেট উত্তীর্ণ ৷
advertisement
১৩৩১টি শূন্য পদের জন্য ২০০৯-১০ সালে বিজ্ঞপ্তি বার হয় ৷ বাম সরকারের আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হলেও পরে তা বাতিল হয়ে যায় ৷ আবারও ওই শূন্যপদগুলির জন্য ২০০৯-১০ সালের বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম ফিলাপ করা পরীক্ষার্থীরা ২০১৪ সালে আবার পরীক্ষায় বসেন ৷ প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী টেটে উত্তীর্ণ হন বলে দাবি চাকরিপ্রার্থীদের ৷ তাদের অভিযোগ, পাশ করা সত্ত্বেও নিয়োগের জন্য কেউ কোনও ডাক পাননি ৷
advertisement
নিয়োগের দাবি নিয়ে বুধবার সকাল থেকেই বিক্ষোভে সামিল টেট পরীক্ষার্থীরা ৷ বারাসতের ১২ নং রেলগেটের কাছে রেল লাইনের উপর অবস্থান বিক্ষোভে সামিল যাত্রীরা ৷ উল্লেখ্য, এর আগে মালদহেও এই একই দাবি নিয়ে পথে নেমেছিলেন ২০০৯-১০ সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷
advertisement
বিক্ষোভকারীদের অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করতে নিত্যযাত্রীদের সঙ্গে যাত্রীদের ধস্তাধস্তি বেধে যায় ৷ ব্যস্ত শাখায় ট্রেন বন্ধ থাকায় বিপর্যস্ত রেল পরিষেবা ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে বারাসতে ট্রেন অবরোধ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement