গভীর রাতে ভয়াবহ গঙ্গা ভাঙন, ঘুমের মধ্যেই সব শেষ! নদী গর্ভে তলিয়ে গেল পরপর বাড়ি

Last Updated:

হঠাৎ করে ভাঙনের ফলে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে গৃহস্থের সব কিছুই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে।

সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন 
সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন 
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিকঃ গভীর রাতে সামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন। বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় গঙ্গায় এমন ভাঙন দেখা দিল জলে তলিয়ে গেল আট থেকে দশটি বাড়ি। হুড়োহুড়ি কাণ্ড বেঁধে গিয়েছে উত্তর চাচন্ড এবং মধ্য চাচন্ড গ্রামজুড়ে। আতঙ্কে দু’চখের পাতা এক করতে পারছেন না তাঁরা।
মঙ্গলবার ভোররাত থেকে শুরু হয়েছে ভয়াবহ এই ভাঙন। কোনরকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করে ভাঙনের ফলে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে গৃহস্থের সব কিছুই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। গঙ্গার জলে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি গরু। ভেসে গিয়েছে বহু গাছপালা। ফাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন কালীমন্দিরে। যেকোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে এই মন্দিরও।
advertisement
আরও পড়ুনঃ মারা গিয়েছেন মা, হুঁশ নেই মানসিক ভারসাম্যহীন ছেলের! বন্ধ ঘরের দরজা ভাঙতেই আঁতকে ওঠার মতো দৃশ্য সামশেরগঞ্জে
মঙ্গলবার সকাল থেকেই আতঙ্ক আর হুড়োহুড়িতে যে যেদিকে পারছেন পালাচ্ছেন। বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু কোথায় যাবেন কী করবেন ভেবে পাচ্ছেন না তারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিক্ষার পথে বাধা কচুরিপানা! অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ‘এই’ স্কুলের পরীক্ষা, বিডিওর দারস্ত প্রধান শিক্ষক
প্রসঙ্গত, গত কয়েকদিন থেকেই সামশেরগঞ্জে বেশ কয়েকটি গ্রামে বন্যা আতঙ্ক লক্ষ করা যাচ্ছে। এরই মাঝে ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোররাতে বাড়ি তলিয়ে গিয়েছে মাধুরী সরকার, পলাশ সিংহ , লোহারাম সিংহ, অরিজিৎ বর্মন, লক্ষণ বর্মন-সহ আরও বেশ কয়েকটি পরিবারের। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কয়েকশো পরিবার। অবিলম্বে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গভীর রাতে ভয়াবহ গঙ্গা ভাঙন, ঘুমের মধ্যেই সব শেষ! নদী গর্ভে তলিয়ে গেল পরপর বাড়ি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement