Terracotta: দিওয়ালির আগে সস্তায় মিলছে টেরাকোটার আইটেম! মাত্র ৫ টাকা থেকে দাম শুরু! কী কী পাওয়া যাচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে জানুন

Last Updated:

Terracotta: এই মৃৎশিল্পীদের কাছে বাগান ও গৃহসজ্জার আকর্ষণীয় নানা সামগ্রীর সম্ভার রয়েছে। শহরের শৌখিন এবং রুচিশীল বহু মানুষ এমন জিনিস কিনতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন। দামটাও সাধ্যের মধ্যেই।

+
টেরাকোটার

টেরাকোটার নানা আকর্ষণীয় আইটেম

দুর্গাপুর, দীপিকা সরকারঃ এই দীপাবলিতে নিজের বাড়ি ও বাগানকে নতুনভাবে সাজিয়ে তুলতে বেছে নিতে পারেন আকর্ষণীয় টেরাকোটার আইটেমস। আবার চাইলে বাড়ির পুরনো পোড়ামাটির জিনিসগুলি এখানে ফের নতুন করে তুলতে পারবেন। আলোর উৎসবের আগে টেরাকোটার ফুলদানি, প্রদীপ, ঘর সাজানোর জিনিস, দেবদেবীর মূর্তি, নকশা করা মাটির টব সহ নানা সামগ্রী নিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলে হাজির হয়েছেন মৃৎশিল্পীরা।
এই পোড়ামাটির সামগ্রী কিন্তু কোনও সাদামাটা প্রদীপ বা ফুলদানি নয়। এগুলি দক্ষ শিল্পীদের নিপুণ কৌশলে গড়ে তোলা কারুকার্যে ভরা ঐতিহ্যবাহী বাংলার মৃৎশিল্প। দীপাবলি ও শীতের মুখে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর এলাকা থেকে মাটির সামগ্রীর সম্ভার নিয়ে হাজির হয়েছেন প্রখ্যাত মৃৎশিল্পীরা। তাঁরা দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে রাস্তার পাশে তাঁবু খাটিয়ে পোড়ামাটির জিনিসের পসরা সাজিয়ে বসেছেন।
advertisement
আরও পড়ুনঃ রাজ্যস্তরে পুরুলিয়ার জয়জয়কার! মুয়ে থাই প্রতিযোগিতায় ৬টি সোনা, ৩টি রুপো জয়, জেলার নাম উজ্জ্বল করা প্রতিযোগীদের চিনে নিন
এই মৃৎশিল্পীদের কাছে বাগান ও গৃহসজ্জার আকর্ষণীয় নানা সামগ্রীর সম্ভার রয়েছে। দুর্গাপুর শহরের শৌখিন এবং রুচিশীল বহু মানুষ এমন জিনিস কিনতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন। মাত্র ৫ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে মিলছে বহু পোড়ামাটির সম্ভার। মৃৎশিল্পীরা কেবল এখানে পসরা সাজিয়ে বিক্রি করছেন না। ওই সমস্ত সামগ্রী বিশাল ঝুড়িতে করে নিয়ে মাথায় চাপিয়ে শহরের অলিগলিতে বাড়ি-বাড়ি গিয়েও বিক্রি করছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, টেরাকোটা শিল্পীদের গ্রাম হল বাঁকুড়া জেলার পাঁচমুড়া। খাতড়ার তালড্যাংরা ব্লকের পাঁচমুড়া ‘টেরাকোটা’ গ্রাম নামে পরিচিত। মৃৎশিল্পীদের গ্রাম হিসেবে তালড্যাংরার পাঁচমুড়া গ্রামের নামডাক সর্বত্র ছড়িয়েছে। পরিচিত মাটির হাতি, ঘোড়া, মনসার চালি থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর প্রতিমা ও গৃহসজ্জার নানা সামগ্রী সহ মাটি দিয়ে এইসব কাজ করতে সিদ্ধহস্ত শিল্পীরা। পাঁচমুড়ার টেরাকোটা জিআই স্বীকৃতিও পেয়েছে। বিশ্বদরবারে পৌঁছেছে এখানকার ঘোড়ার নাম।
advertisement
তবে উত্তর ২৪ পরগনায় বারাসাতের দত্তপুকুর এলাকার মৃৎশিল্পীরাও সারা বছর দেবদেবীর মূর্তি ও প্রতিমা সহ গৃহসজ্জার সামগ্রী বানিয়ে নজির গড়েছেন। বেশ কিছু মাটির ঘর, কারুকার্য করা কফি মগ, বিভিন্ন ধরনের ফুলদানি, অ্যাশট্রে,  ধূপদানি, মোমদানি তৈরি করে তাক লাগিয়েছেন সেখানকার শিল্পীরা। যার চাহিদা শিল্প শহরে ব্যাপক রয়েছে বলে দাবি শিল্পীদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি দুর্গাপুরের ক্রেতাদের দাবি, ভিনজেলা থেকে আসা ওই মৃৎশিল্পীরা সরাসরি তাঁদের সামগ্রীগুলি নিয়ে বিক্রি করছেন। সেই কারণে সামগ্রীর মূল্য অনেকটাই স্বাভাবিক। ঘরের দুয়ারেও অতিসহজে মিলছে ওই সমস্ত সামগ্রী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Terracotta: দিওয়ালির আগে সস্তায় মিলছে টেরাকোটার আইটেম! মাত্র ৫ টাকা থেকে দাম শুরু! কী কী পাওয়া যাচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে জানুন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement