Patient Death: বারবার ডাকলেও আসলেন না চিকিৎসক, চোখের সামনে ছটফট করতে করতে যুবকের মৃত্যু!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Patient Death: রাজু ছটফট করতে থাকলেও কোনও চিকিৎসক আসেননি। বারবার ডাকা হলেও তাঁরা সাড়া দেননি। কিছুক্ষণ পর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে ওই যুবক
হাওড়া: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ জগৎবল্লভপুরে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে, সোমবার জগৎবল্লভপুর ইচ্ছানগরীর নিমতলা এলাকার বছর ৩৪-এর রাজু জেলে নামে এক যুবক জ্বর নিয়ে ভর্তি হয়েছিল। হঠাৎই তার মৃত্যু হয়।
মৃত যুবকের পরিজনদের থেকে জানা গিয়েছে, সোমবার বিকেলেও রাজু সুস্থ ছিল। আত্মীয়দের হাত থেকে অল্প খাবারও খায়। উন্নতর চিকিৎসার জন্য তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে জানান সেখানকার চিকিৎসক। শুনে ব্যবস্থা করতে শুরু করেন পরীজনরা। অভিযোগ, তার কিছুক্ষণের মধ্যেই জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ওই যুবকের দেহে একটি ইঞ্জেকশন দেন। তারপর হঠাৎই তাঁর অবস্থার অবনতি হতে থাকে।
advertisement
advertisement
পরিবার অভিযোগ করেছে, রাজু ছটফট করতে থাকলেও কোনও চিকিৎসক আসেননি। বারবার ডাকা হলেও তাঁরা সাড়া দেননি। কিছুক্ষণ পর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে ওই যুবক। চিকিৎসক না আসাতেই ওই যুবকের মৃত্যু হয় বলে দাবি পরিবারের। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2024 4:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patient Death: বারবার ডাকলেও আসলেন না চিকিৎসক, চোখের সামনে ছটফট করতে করতে যুবকের মৃত্যু!