TMC: দলের পছন্দ খারিজ! বিজেপি-র সমর্থনে চেয়ারম্যান বাছাই, তুলকালাম খড়ার পুরসভায়

Last Updated:

কোন পুরসভার চেয়ারম্যান কে হবেন, সেই তালিকা তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্বের তরফে ঠিক করে দেওয়া হয়েছিল৷

চেয়ারম্যান বাছাই ঘিরে উত্তেজনা খড়ারে৷
চেয়ারম্যান বাছাই ঘিরে উত্তেজনা খড়ারে৷
#ঘাটাল: ভোটের সময় তৃণমূলের (TMC) অস্বস্তি বাড়িয়েছিলেন দলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীরা৷ এবার পুরসভার চেয়ারম্যান বাছাই নিয়েও শাসক দলের কোন্দল প্রকাশ্যে চলে এলো৷ এ দিনই পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipore) খড়ার পুরসভায় দলের মনোনীত প্রার্থীকে নাকচ করে দিয়ে ভোটাভুটির মাধ্যমে অন্য একজনকে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হল৷ পুরপ্রধান, উপপুরপ্রধান বাছাই নিয়ে কালনাতেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা৷
কোন পুরসভার চেয়ারম্যান কে হবেন, সেই তালিকা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে ঠিক করে দেওয়া হয়েছিল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন, তৃণমূলের জেতা পুরসভাগুলিতে কোথায় কে চেয়ারম্যান হবেন, সেই তালিকা তিনি নিজে খতিয়ে দেখে নিয়েছেন৷
advertisement
advertisement
খড়ার পুরসভায় তৃণমূলের তরফে সন্ন্যাসী দলুইকে চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছিল৷ কিন্তু সন্ন্যাসী দলুইকে চেয়ারম্যান হিসেবে মানতে চাননি তৃণমূল কর্মীদের একাংশ৷ তাঁদের বিক্ষোভের জেরে শপথগ্রহণ অনুষ্ঠানই ভণ্ডুল হয়ে যায়৷
নতুন চেয়ারম্যান বাছাইয়ের জন্য শুরু হয় ভোটাভুটি৷ সেখানেই চেয়ারম্যান হিসেবে তৃণমূল কাউন্সিলর অদ্যুৎ মণ্ডলের নাম উঠে আসে৷ চেয়ারম্যান হিসেবে অদ্যুৎ মণ্ডলকে সমর্থন করেন দুই বিজেপি কাউন্সিলরও৷ শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে ভোটাভুটিতে জিতে খড়ার পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হন অদ্যুৎ মণ্ডলই৷
advertisement
ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশিস হুদাইত বলেন, 'এই ঘটনা নিন্দনীয় এবং দলের শৃঙ্খলাভঙ্গের সমান৷ যাঁরা এই ঘটনা ঘটিয়েছে, তাঁদের বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে৷ দলই উপযুক্ত ব্যবস্থা নেবে৷'
Sukanta Chakraborty
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: দলের পছন্দ খারিজ! বিজেপি-র সমর্থনে চেয়ারম্যান বাছাই, তুলকালাম খড়ার পুরসভায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement