Panihati councilor murder case: কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, আত্মহত্যার চেষ্টা স্ত্রীর! উত্তপ্ত পানিহাটি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত মার্চ মাসে পুরসভা নির্বাচনের পর পরই প্রকাশ্যে গুলি করে খুন করা হয় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷
#অরুণ ঘোষ, ব্যারাকপুর: পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুনে মূল অভিযুক্ত ছাড়া পাওয়ার ঘটনায় ফের নতুন করে উত্তেজনা ছড়ালো৷ দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা৷ এমন কি, পুলিশি তদন্তে আস্থা না রেখে অনুপম দত্ত হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই তদন্তের দাবিও ওঠে৷ ছেলে, মেয়েকে নিয়ে ঘরে ঢুকে আত্মহত্যার চেষ্টা করলেন নিহত কাউন্সিলরের স্ত্রী৷ যদিও সময় মতো তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা৷
অনুপম বাবুুর স্ত্রী মীনাক্ষীদেবী এখন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
গত মার্চ মাসে পুরসভা নির্বাচনের পর পরই প্রকাশ্যে গুলি করে খুন করা হয় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত৷ এই ঘটনায় প্রসেনজিৎ পণ্ডিতকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে প্রসেনজিৎ পণ্ডিত ওরফে বাপিকে৷ যদিও সোমবার তিনিই আদালত থেকে জামিন পেয়ে যান৷
advertisement
advertisement
এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অনুপম দত্তের অনুগামী এবং এলাকার বাসিন্দারা৷ রাতেই আগরপাড়ার তেঁতুলতলায় বি টি রোড অবরোধ করেন তাঁরা৷ টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে রাখা হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ৷ পুলিশের সামনেই ওঠে সিবিআই তদন্তের দাবি৷ অবরোধ না ওঠায় এলাকায় পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তারা৷ কীভাবে অভিযুক্ত জামিন পেলেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর প্রায় দেড় ঘণ্টা বাদে অবরোধ ওঠে৷
advertisement
অনুপম দত্ত খুন হওয়ার পর উপনির্বাচনে জিতে তাঁর স্ত্রী মীনাক্ষী দত্ত ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন৷ গতকাল রাতে মীনাক্ষীদেবী নিজের ছেলে এবং মেয়েকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয়দের দাবি৷ সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা এসেই তাঁকে উদ্ধার করেন৷ রাতেই মীনাক্ষীদেবীকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়৷ যদিও তাঁর ছেলে এবং মেয়ে বাড়িতেই রয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 9:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panihati councilor murder case: কাউন্সিলর খুনে মূল অভিযুক্তের জামিন, আত্মহত্যার চেষ্টা স্ত্রীর! উত্তপ্ত পানিহাটি