Nadia News : ঘুমন্ত মায়ের মাথায় হঠাৎ কো*প! তারপর কী করল ছেলে, শুনলে শিউরে উঠবেন
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Nadia News : মায়ের সঙ্গে ছেলে যা কাজ করল শুনলে চমকে যাবেন। হাঠৎ করে মায়ের মাথায়া ধারালো অস্ত্র নিয়ে কোপ মারল ছেলে। তারপর পুলিশের কাছে আত্মসমর্পণ।
নদিয়া, সমীর রুদ্র : মায়ের সঙ্গে ছেলে যা কাজ করল শুনলে চমকে যাবেন। ঘটনা দেখে স্তম্ভিত সকলে। ঘুমিয়ে ছিলেন মা। হাঠৎ করে মায়ের মাথায়া ধারালো অস্ত্র নিয়ে কোপ মারল ছেলে। তারপর সেই নিয়ে টহলরত পুলিশ কর্মীর কাছে গিয়ে আত্মসমর্পণ। নদিয়ার তেহট্টের বেতাই দক্ষিণ জিতপুরের ঘটনা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত ছেলের নাম ফেলা দাস। পেশায় অটোচালক। গভীর রাতে তাঁর মা অর্চনা দাস ঘরে শুয়ে ছিলেন। অভিযোগ, তখনই আচমকা ঘরে ঢুকে মায়ের মাথায় কুড়াল দিয়ে কোপ মারেন ফেলা। এরপরেও থেমে থাকেন নি অভিযুক্ত। তারপর বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকা তাঁর অটোতেও আগুন লাগিয়ে দেন তিনি।
আরও পড়ুন : বাথরুমে ছিলেন মহিলা, মোবাইল নিয়ে অন্য খেলায় মেতেছিল যুবক! গোপনে কী চলছিল জানেন?
প্রথমে ঘটনার টের পান অভিযুক্তের বাবা। জানা গিয়েছে, ধোঁয়া এবং আগুনের গন্ধ টের পেয়ে ঘুম ভেঙে যায় ফেলার বাবার। তিনি দ্রুত গিয়ে আগুন নেভানোর পর ঘরে ঢুকতেই দেখেন, স্ত্রী গুরুতর জখম অবস্থায় মেঝেতে কাতরাচ্ছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : এই মণ্ডপে ঢুকলেই টাইম ট্রাভেলে পৌঁছে যাবেন ত্রেতাযুগে! পরিবার নিয়ে চলে যান রামরাজ্যে
কিন্তু হঠাৎ করেই কেন এমন কতাজ করে বসলেন অভিযুক্ত ছেলে, তা কেউ বুঝে উঠতে পারছেন না। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যের সমস্যা ছিল অভিযুক্তের। পরিবারের তরফ থেকেও দাবি করা হয়েছে, মানসিক অস্থিরতার কারণেই এই ঘটনা ঘটিয়েছে সে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। ঘটনার পর গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Nadia,West Bengal
First Published :
September 25, 2025 9:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News : ঘুমন্ত মায়ের মাথায় হঠাৎ কো*প! তারপর কী করল ছেলে, শুনলে শিউরে উঠবেন