বন্ধুর সঙ্গে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল ১৫ বছরের ছেলে! দেহ মিলল সকালে

Last Updated:

গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর জগন্নাথ ঘাটে দুই বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ১৫ বছরের এক কিশোর। স্থানীয়রা দুই বন্ধুকে উদ্ধার করলেও উদ্ধার করা সম্ভব হয়নি শুভ্রজিৎকে। মঙ্গলবার সকালে উদ্ধার হয় তার দেহ।

সুবর্ণরেখাতে উদ্ধার কার্যের ছবি
সুবর্ণরেখাতে উদ্ধার কার্যের ছবি
ঝাড়গ্রাম: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে যাওয়াই কাল হয়েছিল কিশোরের, পরের দিন সকালে মিলল দেহ। গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর জগন্নাথ ঘাটে দুই বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ১৫ বছরের এক কিশোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই কিশোরের নাম শুভজিৎ খামরী, বয়স ১৫ বছর, বাড়ি গোপীবল্লভপুরের কুড়িচামঠ গ্রামে। শুভজিৎ আলমপুর ৬ নম্বর অঞ্চলের বাকড়া শ্যামা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র। পরের নদী থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া কিশোরের দেহ। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্ৰাম জুড়ে।
জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শুভজিৎকে উদ্ধার করতে পারেননি। নদীর গভীর জলে তলিয়ে যায় সে। স্থানীয়রা ঘটনার পর উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ওই কিশোরের সন্ধানে কংসাবতী নদীতে স্পিডবোট নামিয়ে ও ডুবুরি দিয়ে সন্ধান চালানো হয়।
স্থানীয় বাসিন্দা বালিকা খামরি জানান সোমবার বন্ধুদের সঙ্গে সুবর্ণরেখা নদীতে স্নান করতে নামে শুভজিৎ তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সোমবার সকাল থেকে ঘটনাস্থল থেকে সুবর্ণরেখা নদী তীরবর্তী একাধিক জায়গায় দুটি স্পিডবোটের মাধ্যমে নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি চালানহয়। সন্দেহজনকজায়গাগুলিতে নামানো হয় ডুবুরি।
advertisement
স্থানীয়দের অভিযোগ, অনিয়ন্ত্রিত বালি তোলার ফলে নদীর স্রোতে অগভীর গর্ত হওয়ার কারণে এরকম বিপর্যয় হতে পারে।সোমবার দিনভর ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ঘটনাস্থলে খোঁজ চালানশুরু করলেও উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম পরের দিন সকালে জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা রাজীব খামারী বলেন ‘ গতকাল তিনজন নদীতে স্নান করতে নেমেছিল দুজনকে উদ্ধার করা গিয়েছিল আজ একজনকে উদ্ধার করা হল।’ পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই শোকের ছায়া ওই কিশোরের পরিবারে।
advertisement
তন্ময় নন্দী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্ধুর সঙ্গে সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল ১৫ বছরের ছেলে! দেহ মিলল সকালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement