Teenager Physically Harassed: একা পেয়ে কিশোরী কুপ্রস্তাব, রাজি না হওয়ায় শ্লীলতাহানির অভিযোগ! দত্তপুকুরে ধৃত যুবক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Teenage girl harassed: ফের কিশোরীকে হেনস্থার অভিযোগ। এবার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, কিশোরীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাবও দেওয়া হত বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: ফের কিশোরীকে হেনস্থার অভিযোগ। এবার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, কিশোরীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাবও দেওয়া হত বলে অভিযোগ।
পুলিশের কাছে অভিযোগ জানাতেই, কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে পড়শি যুবককে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মিঠুন হালদার (২৮)। শনিবার তাকে বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
advertisement
কিশোরীর পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মিঠুন পাড়ার এক কিশোরীকে প্রায়ই উত্যক্ত করত। বিভিন্ন সময় কু-প্রস্তাবও দিত বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায়ও তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। আর তাতে কিশোরী রাজি না হওয়ায় শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ করা হয়েছে।
advertisement
পুরো বিষয়টি কিশোরী নিজের পরিবারকে জানায়। এরপর শুক্রবার সকালে পরিবারের তরফে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মিঠুনকে গ্রেফতার করে। শনিবার তাকে বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও অভিযুক্তের দাবি, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 26, 2024 10:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teenager Physically Harassed: একা পেয়ে কিশোরী কুপ্রস্তাব, রাজি না হওয়ায় শ্লীলতাহানির অভিযোগ! দত্তপুকুরে ধৃত যুবক