East Bardhaman News: অপহৃত হয়েছিল নাবালিকা, কোথা থেকে উদ্ধার হল জানেন!

Last Updated:

এক নাবালিকাকে অপহরণ করা হয়েছিল পূর্ব বর্ধমান জেলার গলসি থেকে। কোথা থেকে তাকে উদ্ধার করা হল জানেন! সুদূর তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে। তদন্তে নেমে বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে এলো পুলিশ।

অপহৃত হয়েছিল নাবালিকা, কোথা থেকে উদ্ধার হল জানেন!
অপহৃত হয়েছিল নাবালিকা, কোথা থেকে উদ্ধার হল জানেন!
পূর্ব বর্ধমান: এক নাবালিকাকে অপহরণ করা হয়েছিল পূর্ব বর্ধমান জেলার গলসি থেকে। কোথা থেকে তাকে উদ্ধার করা হল জানেন! সুদূর তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে। তদন্তে নেমে বিভিন্ন তথ্য প্রমাণ জোগাড় করে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে এলো পুলিশ। সেই সঙ্গে এই অপহরণ কাণ্ডে জড়িত যুবককেও গলসি থানার পুলিশ গ্রেফতার করতে সমর্থ হয়েছে। তাকেও ট্রানজিট রিমান্ডে কোয়েম্বাটুর থেকে পূর্ব বর্ধমান জেলায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে নাবালিকার পরিবার।
নাবালিকাকে অপহরণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। ধৃতের নাম কাশীনাথ মাঝি। গলসি থানারই মসজিদপুরে তার বাড়ি। সে কোয়েম্বাতুরে কাজ করতো। ওই নাবালিকাকে অপহরণ করে সেখানে সে ভাড়া বাড়িতে রেখেছিল বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
কোয়েম্বাতুর থানার থুডিয়ালুরে ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় কাশীনাথকে। সেখান থেকেই উদ্ধার হয় অপহৃতা নাবালিকাকে। ধৃতকে কোয়েম্বাটুর আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে এ রাজ্যে আনতে ধৃতের ট্রানজিট রিমান্ডের আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন কোয়েম্বাটুর আদালতের বিচারক।
আরও পড়ুন:
ধৃতকে ৮ এপ্রিলের মধ্যে বর্ধমানের সিজেএম আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। ধৃতের সঙ্গেই নাবালিকাকেও আনা হয়। দু’জনকেই মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ম্যাজিস্ট্রেটের কাছে নাবালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিশ। জানা গিয়েছে,ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে গলসি থানায় অপহরণের অভিযোগ করা হয়। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে ও অন্যান্য সূত্র মারফত কাশীনাথের কথা জানতে পারে তারা। কাশীনাথ কোয়েম্বাটুরে রয়েছে জানতে পারে পুলিশ। এরপর গলসি থানার পুলিশ সেখানে রওনা দেয়। ভাড়া বাড়ি থেকেই তাকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। সেখান থেকেই ওই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: অপহৃত হয়েছিল নাবালিকা, কোথা থেকে উদ্ধার হল জানেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement