Murshidabad| Bangla News|| শিশুপুত্র-সহ স্ত্রীকে অস্বীকারের অভিযোগ! বহরমপুরে ভয়ানক যে পরিণতি হল শিক্ষককের...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Teacher misbehaving with wife and son in Murshidabad: দেড় বছরের ছোট শিশুপুত্র-সহ স্ত্রীকে অস্বীকার করার অভিযোগে এক শিক্ষককে গণধোলাই উত্তজিত জনতার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বহরমপুর থানার কালীতলা দিয়ার এলাকায়।
#বহরমপুর: দেড় বছরের ছোট শিশুপুত্র-সহ স্ত্রীকে অস্বীকার করার অভিযোগে এক শিক্ষককে গণধোলাই উত্তজিত জনতার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বহরমপুর থানার কালীতলা দিয়ার এলাকায়। দীপক কুমার দাস নামের ওই শিক্ষকের দ্বিতীয় স্ত্রী টুম্পা ঘোষ দাসের অভিযোগ তার স্বামী বাড়িতে ঢুকতে দেয় না। এ দিন স্ত্রী ছোট ছেলেকে নিয়ে স্কুলের সামনে ধর্না দিলে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে স্কুলে ঢোকার আগে ওই শিক্ষককে ঘেরাও করে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
প্রায় আড়াই বছর আগে তিনমাসের গর্ভবতী স্ত্রীকে ডাক্তার দেখানোর নাম করে বাপের বাড়ি রেখে চলে আসে শিক্ষক দীপক কুমার দাস, বাড়ি বেলডাঙায়। বহরমপুর থানার একটি হাইস্কুলের শিক্ষক তিনি। স্ত্রী টুম্পা ঘোষ দাসের অভিযোগ তারপর থেকেই তার সাথে আর কোনো যোগাযোগ রাখেননি। স্বামী দীপক দাস। প্রথম স্ত্রী আত্মহত্যা করার পর সম্বন্ধ করেই তাঁদের বিয়ে হয়েছিল। এরপর তাদের একটি পুত্র সন্তানও হয়। কিন্তু নিজের পুত্রকেই অস্বীকার করেন দীপক দাস। এমনকি স্ত্রী ও ছেলেকে বাড়িতে ঢুকতে দেয় না। বাড়িতে ভাড়াটিয়া এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ স্ত্রী টুম্পার।
advertisement
advertisement
আরও পড়ুন: বিষ ছড়িয়ে মেরে ফেলা হচ্ছিল বক, পানকৌড়ি! দুই ব্যক্তির কাণ্ডে হইচই পূর্বস্থলীতে
স্ত্রী টুম্পা ঘোষ দাস বলেন, সেই গর্ভবতী অবস্থায় বাপের বাড়িতে রেখে চলে আসার পর আমার সাথে আর কোনও যোগাযোগ করেনি। আমার ছেলে হলেও দেখতে আসেনি। আমি অনেকবার ফোন করেছি কিন্তু ফোন ধরে না। ছেলেকে নিয়ে বাড়িতে এসেছিলাম কিন্তু আমাদের ঢুকতে দেয়নি। বাপের বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে। চরম আর্থিক দুরাবস্থার মধ্যে ছেলেকে মানুষ করছি। আমি তার বিচার চাই। যদিও ওই শিক্ষক দীপক কুমার দাস তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। তিনি বলেন, নিশ্চয় কোনও কারন ছিল তার জন্য স্ত্রী ছেলেকে বাড়ি নিয়ে যাইনি। আইনি পথেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও ওই শিক্ষক দীপক কুমার দাস তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলতে পারেননি।
advertisement
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2021 10:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad| Bangla News|| শিশুপুত্র-সহ স্ত্রীকে অস্বীকারের অভিযোগ! বহরমপুরে ভয়ানক যে পরিণতি হল শিক্ষককের...