Birbhum News: রাতের অন্ধকারে চলে কাজ, সকালে হাত দিতেই সে-কি কাণ্ড! রাস্তার কাজ দেখে অবাক বাসিন্দারা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: ২৪ ঘণ্টা না পেরোতেই রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ! বিক্ষোভ গ্রামবাসীদের। মূলত নিম্নমানের সামগ্রী দিয়ে রাতের অন্ধকারে কাজ করার অভিযোগ তোলা হচ্ছে।
বীরভূম: বীরভূমের তারাপীঠ থেকে ময়ূরেশ্বর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজে বেনিয়মের অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার করা হয়েছে, এই অভিযোগে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দারা দেখেন, হাত দিতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। তারা পিচের কিছু অংশ হাত দিয়েই তুলে ফেলে দেন।
গুণগত মান বজায় রেখে রাস্তা সংস্কারের দাবি জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের তারাপীঠ থেকে ময়ূরেশ্বর যাওয়ার ২৬ কিমি রাস্তা বেহাল হয়ে পড়েছিল। কিছুদিন আগে কয়েক কোটি টাকা ব্যয়ে সেই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে পিডব্লুডি রোডস। যার কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ময়ূরেশ্বর হাইস্কুল সংলগ্ন দু’কিমি রাস্তা অত্যন্ত বেহাল হয়ে পড়েছিল।
advertisement
আরও পড়ুন: ‘বিষ’ ঢুকেছে কবিগুরুর শান্তিনিকেতনে! সমস্যায় পর্যটক থেকে সাধারণ মানুষেরা, কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
advertisement
কাজের বরাত অনুযায়ী রাস্তার দু’পাশে চওড়া নিকাশি নালাও সম্প্রসারণ করা হবে।কিন্তু রাতারাতি রাস্তার দুপাশে তৃণমূলের বুথ সভাপতি থেকে কর্মীরা জবরদখল করে বসে পড়ে, কোন নিকাশি নালা হয়নি বলে অভিযোগ। সে নিয়ে গ্রামের কৃষক থেকে পঞ্চায়েতের প্রতিনিধিরা ময়ূরেশ্বর দুই ব্লকের বিডিওকে স্মারকলিপি দেয়। এরই মধ্যে রবিবার রাতে পিচ ঢেলে নির্ধারিত রাস্তার মাপে সম্প্রসারণ করে চলে যায় রাস্তা তৈরির ঠিকাদার সংস্থা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাস্তা একবারই তৈরি হয়, আর সেই রাস্তা যদি ঠিকভাবে সংস্কার না করা হয় তাহলে সমস্যায় পড়তে হবে গ্রামবাসীদের। রাস্তা খারাপের ফলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই অবিলম্বে সঠিকভাবে আবার রাস্তা সংস্কার করা হোক।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 5:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: রাতের অন্ধকারে চলে কাজ, সকালে হাত দিতেই সে-কি কাণ্ড! রাস্তার কাজ দেখে অবাক বাসিন্দারা