ভাঙনে বিপর্যস্ত তারানগর! রাস্তা তলিয়ে যেতেই বাঁশ দিয়ে ঘেরা হল গ্রামীণ রাস্তা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে লালগোলার তারানগর গ্রাম।যদিও ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে। তবে ভয়াবহ ভাঙনের জেরে ইতি মধ্যেই পদ্মার নদী গর্ভে তলিয়ে গিয়েছে আস্ত একটি গ্রামীণ যোগাযোগ রাস্তা।
তন্ময় মন্ডল, লালগোলা: ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে লালগোলার তারানগর গ্রাম।যদিও ভাঙন রোধে কাজ শুরু করা হয়েছে। তবে ভয়াবহ ভাঙনের জেরে ইতি মধ্যেই পদ্মার নদী গর্ভে তলিয়ে গিয়েছে আস্ত একটি গ্রামীণ যোগাযোগ রাস্তা। আর রাস্তা তলিয়ে যেতেই প্রবল সমস্যায় পড়েছেন সকলেই। অন্যদিকে ভাঙন কবলিত এলাকার মানুষদের সাবধান ও সচেতনতা বার্তাও দেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বাঁশ দিয়ে ব্যারিকেট করে রাখা হয়েছে। যদিও চোখের সামনে তিল তিল করে ভিটে মাটি রাস্তা তলিয়ে যেতেই এখন আতঙ্কিত গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই তারানগর গ্রামে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের ফলে তারানগর গ্রামের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে। বহু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ নদীগর্ভে তাদের জমি, বাড়ি, বাগান সব তলিয়ে যাচ্ছে। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে ভাঙনের জেরে রঘুনাথগঞ্জ ও লালগোলার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা ইতি মধ্যেই তলিয়ে গিয়েছে। হাসপাতাল হোক বা বাজারে এখন যেতে প্রবল সমস্যায় পড়তে হয়েছে।
advertisement
আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, তার পাঁচ বিঘা জমি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে। নদী ভাঙনের কারণে গ্রামটিতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে, তাই অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। অন্যদিকে গ্রামের রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেট করে রাখা হয়েছে ।ফলে অনেক ঘুরে গ্রামে প্রবেশ করতে হচ্ছে।
advertisement
তবে এই ভাঙন শুধু তারানগরেই নয়। তারা নগর তার পার্শ্ববর্তী রাধাকৃষ্ণপুর, দুরভপুর থেকে রানীনগর সর্বত্রই এখন ভাঙন আতঙ্ক। তবে গ্রামের রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর আতঙ্ক আরও গ্রাস করছে সকলের মনেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 4:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাঙনে বিপর্যস্ত তারানগর! রাস্তা তলিয়ে যেতেই বাঁশ দিয়ে ঘেরা হল গ্রামীণ রাস্তা
