Delhi Blast: দিল্লি সন্ত্রাস কাণ্ডে নতুন সূত্র! বিস্ফোরণস্থলে ৩টি ৯ এমএম কার্তুজ সেনা-গ্রেড কার্তুজ! নাশকতার ইঙ্গিত জোরাল

Last Updated:

Delhi Blast: দিল্লির গাড়ি বিস্ফোরণ মামলায় তদন্তে নতুন দিক খুলে দিল পুলিশের সাম্প্রতিক উদ্ধার। তদন্তকারী সূত্রের দাবি, বিস্ফোরণস্থল থেকে ৯ এমএম ক্যালিবারের মোট তিনটি কার্তুজ উদ্ধার হয়েছে—যার মধ্যে দু’টি জীবিত (লাইভ) এবং একটি ব্যবহৃত (খালি শেল)।

দিল্লি ব্লাস্ট
দিল্লি ব্লাস্ট
নয়াদিল্লিঃ দিল্লির গাড়ি বিস্ফোরণ মামলায় তদন্তে নতুন দিক খুলে দিল পুলিশের সাম্প্রতিক উদ্ধার। তদন্তকারী সূত্রের দাবি, বিস্ফোরণস্থল থেকে ৯ এমএম ক্যালিবারের মোট তিনটি কার্তুজ উদ্ধার হয়েছে—যার মধ্যে দু’টি জীবিত (লাইভ) এবং একটি ব্যবহৃত (খালি শেল)।
দিল্লি পুলিশ সূত্র জানাচ্ছে, এই ধরনের ৯ এমএম কার্তুজ সাধারণ নাগরিকদের ব্যবহারের জন্য অনুমোদিত নয়। এগুলি সাধারণত সশস্ত্র বাহিনী, নিরাপত্তারক্ষী বাহিনী বা বিশেষ অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিদের কাছে সীমাবদ্ধ থাকে।
advertisement
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে এই কার্তুজগুলি বিস্ফোরণস্থলে উপস্থিত ছিল এবং কার মাধ্যমে এগুলি ঘটনাস্থলে পৌঁছল। সূত্রের দাবি, এই উদ্ধার পুরো ঘটনার অস্ত্র-যোগ বা বহিরাগত জড়িত থাকার সম্ভাবনা আরও জোরালো করছে।
advertisement
ইতিমধ্যেই ফরেন্সিক দল উদ্ধার হওয়া কার্তুজ ও বিস্ফোরণস্থলের অন্যান্য নমুনা পরীক্ষা করছে। দিল্লি পুলিশের স্পেশ‍্যাল সেল বিস্ফোরণের পেছনে থাকা সম্ভাব্য নাশকতা, জঙ্গি যোগ, অথবা সংগঠিত অপরাধ চক্র—সব দিকেই নজর রেখে তদন্ত চালাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast: দিল্লি সন্ত্রাস কাণ্ডে নতুন সূত্র! বিস্ফোরণস্থলে ৩টি ৯ এমএম কার্তুজ সেনা-গ্রেড কার্তুজ! নাশকতার ইঙ্গিত জোরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
রাজ্যে শীতের আমেজ, আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা
  • রাজ্যে শীতের আমেজ

  • আগামী ক’দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement