Tapan Kandu Murder: তপন কান্দু খুনের মামলায় আজ চার্জশিট পেশ করছে CBI, টানটান উত্তেজনা পুরুলিয়ায়

Last Updated:

Tapan Kandu Murder: চলতি বছরে ১৩ মার্চ গুলি করে হত্যা করা হয় তপন কান্দুকে। তিনি কাউন্সিলার ছিলেন।

তপন কান্দু খুনের মামলা
তপন কান্দু খুনের মামলা
#কলকাতা : ঝালদা কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় প্রথম চার্জশিট আজ জমা দেবে সিবিআই। ধৃত পাঁচ জনের নাম চার্জশিটে রয়েছে। অষ্টআশি দিনের মাথায় চার্জশিট পেশ, সিবিআই সূত্রে খবর। ধৃতদের নাম, নরেন কান্দু, দীপক কান্দু, কলেবর সিং, মোহম্মদ আশিক, এবং সত্যবান প্রামানিক।
গত ১৩ মার্চ খুনের ঘটনা ঘটে। জেলা পুলিশের হাতে অভিযুক্ত প্রথম গ্রেফতার হয় ১৫ মার্চ। জেলা পুলিশ নরেন, দীপক, কলেবর, আশিককে গ্রেফতার করে। এরপর হাইকোর্টে নির্দেশে সিবিআই তদন্ত ভার হাতে নেয়। সিবিআই এরপর সত্যবান প্রামানিককে গ্রেফতার করে। প্রথম গ্রেফতারের অষ্টআশি দিনের মাথায় চার্জসিট পেশ। পুরুলিয়া আদালতে  প্রথম চার্জাশিট জমা করবে সিবিআই।
advertisement
advertisement
প্রসঙ্গত, চলতি বছরে ১৩ মার্চ গুলি করে হত্যা করা হয় তপন কান্দুকে। তিনি কাউন্সিলার ছিলেন। ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের টিম। চারজনকে গ্রেফতার করে। তবে মৃতের স্ত্রী পূর্ণিমা কান্দু দাবি করেন, সিবিআই তদন্ত করা হোক। কারণ তাঁর অভিযোগ, ঝালদা  থানার আইসি সঞ্জীব ঘোষ এই ঘটনায় বিভিন্ন ভাবে প্রভাবিত করছেন। সিবিআই হাইকোর্টে  নির্দেশে পর তদন্ত ভার হাতে নেয়। গ্রেফতার করে সত্যবান প্রামানিককে। ঝালদা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া হেসাহেতু গ্রামের বাসিন্দা। যদিও ঝালদা হাটতলা গ্রামে বসবাস করত সত্যবান। সেখানে তাঁর একটি ধাবা রয়েছে। এই ধাবার পাশে নরেন কান্দুর হোটেল আছে। নরেন কান্দুর রাইট হ্যান্ড হিসাবে পরিচিত ছিল সত্যবান।
advertisement
হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর ঘটনাস্থলে পরিদর্শন করেন সিবিআই ডিআইজি অখিলেস কুমার সিং, জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। পরিবারের বয়ান রেকর্ড করে সিবিআই। প্রত্যক্ষদর্শী  তপন কান্দুর বন্ধু  নিরঞ্জন বৈষ্ণব কিছু দিন পর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনাও হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করে। পরবর্তীকালে সিবিআই টিম যায়। এবার সেই তপন কান্দু খুনের ঘটনায় চার্জশিট পেশ করতে সিবিআই টিম সকালে পুরুলিয়া আদালতে পৌঁছে যায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tapan Kandu Murder: তপন কান্দু খুনের মামলায় আজ চার্জশিট পেশ করছে CBI, টানটান উত্তেজনা পুরুলিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement