South 24 Parganas News: ভাত খেতে বসে টেবিল ফ্যানে হাত দিতেই অঘটন! লুটিয়ে পড়লেন গৃহবধূ! মুহূর্তে সব শেষ

Last Updated:

South 24 Parganas News: ভাত খাওয়ার সময় টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়। তদন্ত করছে পুলিশ।

মৃত গৃহবধূ
মৃত গৃহবধূ
কুলতলী: ভাত খাওয়ার সময় টেবিল ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের মৈপিঠ কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়া গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ভাত খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুলেখা মুদী (৩২)। দুপুরে স্বামী-স্ত্রী একসঙ্গে ভাত খাচ্ছিলেন। টেবিলে খাওয়ার সামনে একটি টেবিল ফ্যান চলছিল। খাওয়ার মাঝেই সুলেখাদেবী সেই ফ্যানটি সরাতে যান। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বামী রাজু মুদী তখন বাথরুমে ছিলেন। ফিরে এসে দেখেন স্ত্রী অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।
advertisement
advertisement
তড়িঘড়ি সুলেখাদেবীকে দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকার স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, ফ্যানের তার বা সুইচবোর্ডে শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই দম্পতির তিন সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তায় পরিবার ও প্রতিবেশীরা। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার তদন্ত শুরু করেছে মৈপিঠ কোস্টাল থানার পুলিশ। বিদ্যুৎ সংযোগ এবং ফ্যানের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
এই দুর্ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ঘরের মধ্যেও ছোটখাটো অসতর্কতা কীভাবে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে।
advertisement
সুমন সাহা 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ভাত খেতে বসে টেবিল ফ্যানে হাত দিতেই অঘটন! লুটিয়ে পড়লেন গৃহবধূ! মুহূর্তে সব শেষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement