Voter List Enrolment: যোগ্য ভোটারদের নাম যেন বাদ না যায়! ২৬-এর ভোটের আগেই বড় পদক্ষেপ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Voter List Enrolment: কোন যোগ্য ভোটার যেন বাদ না যান। নির্বাচন কমিশনের এই স্লোগানকে মাথায় রেখে কাজে নেমে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্বাচন বিভাগ।
দক্ষিণ ২৪ পরগনা: কোন যোগ্য ভোটার যেন বাদ না যান। নির্বাচন কমিশনের এই স্লোগানকে মাথায় রেখে কাজে নেমে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্বাচন বিভাগ। নতুন করে নাম তোলা থেকে শুরু করে ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন করছেন অনেকেই।
কিন্তু অনেক বিশেষভাবে সক্ষম ব্যক্তি রয়েছেন, যাঁরা এই কাজ করতে পারছেন না। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এমন প্রায় ৭৫ হাজার মানুষকে চিহ্নিত করেছে। এই বিশেষভাবে সক্ষমদের ভোটার তালিকায় নাম তুলতে এবার বিশেষ অভিযান চালাবে প্রশাসন তারা ঠিক করেছে, ব্লকে ব্লকে শিবির করা হবে।
advertisement
advertisement
এখনও যাঁদের ভোটার তালিকায় নাম ওঠেনি, এমন ব্যক্তিদের নিয়ে এসে আবেদনপত্র জমা করানোর ব্যবস্থা করবেন আধিকারিকরা। এর আগে কখনও এমন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলেই জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখানেই শেষ নয়, যদি সেই সব বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিবন্ধী সার্টিফিকেট না থাকে, তাহলে সেই সংশাপত্র দেওয়ার জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। আগামী নির্বাচনের আগে যাতে যোগ্য ব্যক্তিদের নাম ভোটার তালিকা উঠে যায়, সেই ব্যবস্থাও করবে প্রশাসন।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 11:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Voter List Enrolment: যোগ্য ভোটারদের নাম যেন বাদ না যায়! ২৬-এর ভোটের আগেই বড় পদক্ষেপ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের