Nadia News: চারটি চ্যানেলে ইতিমধ্যেই জয়, বাকি তিনটিতে জয় প্রস্তুতি নিচ্ছেন 'জলকন্যা' সায়নী
- Published by:Sudip Paul
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: পৃথিবীর সপ্তসিন্ধুর চারটি চ্যানেল ইতিমধ্যেই জয় করেছে সায়নী। বাকি তিনটি চ্যানেল জয়ের প্রস্তুতির কথা জানান সায়নী দাস।
নদিয়া: বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে সাঁতারু সায়নী দাসকে দেওয়া হল সংবর্ধনা। চকদিগনগর স্পোর্টস ভিলেজ স্যুইমিং পুলে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সংগঠকেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সায়নী দাস তার বিভিন্ন চ্যানেল জয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা বলেন।
পৃথিবীর সপ্তসিন্ধুর চারটি চ্যানেল ইতিমধ্যেই জয় করেছে সায়নী। বাকি তিনটি চ্যানেল জয়ের প্রস্তুতির কথা জানান সায়নী। অনুষ্ঠানে উপস্থিত নবীন সাঁতারুদের উৎসাহিত করে সায়নী বলেন,”লক্ষ্যে এগিয়ে যেতে হবে। লক্ষ্য স্থির থাকলে সফলতা আসবেই।” সায়নীর বাবা তথা তাঁর কোচ ক্রীড়া সংগঠক রাধেশ্যাম দাস বলেন,”আরও নতুন নতুন প্রতিভা সমস্ত খেলাতেই উঠে আসুক। সরকারি ও বেসরকারিভাবে আরও ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমেই তা সম্ভব।” জলঙ্গী নদী সমাজ, কিশোর বাহিনী, বিভিন্ন স্কুল, ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে সায়নী দাসের হাতে স্মারক ও পুস্পস্তবক তুলে দেওয়া হয়।
advertisement
অনুষ্ঠানের আয়োজক স্পোর্টস ভিলেজ সম্পাদক দীপক রায় বলেন,”সায়নীর সাফল্যে আমরা স্পোর্টস ভিলেজ গর্বিত। কারণ স্পোর্টস ভিলেজের পরিকল্পনা ও তার বাস্তবায়ন হয়েছিল সায়নী ও তার বাবা রাধেশ্যাম দাসের যৌথ উদ্যোগে। একদিকে সায়নীর লড়াই, আরেকদিকে স্পোর্টস ভিলেজ গড়ে তোলার লড়াই, লক্ষ্য একটাই- খেলাধুলোর মধ্যে দিয়ে নতুন প্রতিভা খুঁজে বের করা।”
advertisement
আরও পড়ুনঃ East Medinipur News: ভোট প্রচারে এবার অভিনব পন্থা তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের
advertisement
উল্লেখ্য নিউজিল্যান্ডের কুক প্রণালী জয়ের লক্ষ্যে গত ১৫ মার্চ রওনা দিয়েছিলেন বারুইপাড়ার মেয়ে সায়নী। গত কয়েকদিনে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চালিয়ে গিয়েছেন নিবিড় অনুশীলন, নিউজিল্যান্ডের কুক প্রণালী জয়ের লক্ষ্যে জলে দীর্ঘ ১১ ঘণ্টা ৫১ মিনিট সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছন সায়নী। তিনি অতিক্রম করেছেন ২৯.৫ কিলোমিটার দূরত্ব। ২ এপ্রিল নিউজিল্যান্ডের সময় সকাল ৮টায় (ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়) জলে নেমেছিলেন সায়নী। এই জয়ের সঙ্গে সঙ্গে ইংলিশ চ্যানেল, ক্যাটেলিনা ও মলোকাই চ্যানেল জয়ের পর সায়নীর মুকুটে যুক্ত হল আরও এক পালক।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2024 7:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: চারটি চ্যানেলে ইতিমধ্যেই জয়, বাকি তিনটিতে জয় প্রস্তুতি নিচ্ছেন 'জলকন্যা' সায়নী