East Medinipur News: ভোট প্রচারে এবার অভিনব পন্থা তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের
- Published by:Sudip Paul
- local18
- Reported by:Saikat Shee
Last Updated:
Lok Sabha Elections 2024: বৃহস্পতিবার সারাদিন ট্রেনে করেই সাধারণ মানুষের সঙ্গে যাতায়াতের মাধ্যমে জনসংযোগ চলল বাম প্রার্থীর। লোকাল ট্রেনে করে মেছাদা থেকে হলদিয়া আবার হলদিয়া থেকে মেছাদা, আসা-যাওয়া করেন।
পূর্ব মেদিনীপুর: এবার ভোটের প্রচারে লোকাল ট্রেনে চড়ে বসলেন বামেদের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলায় পঞ্চম দফায় দুটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে। মে মাসের ২৫ তারিখ তমলুক ও কাঁথি লোকসভার ভোট গ্রহণ। ফলে হাতে আর বেশি সময় নেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। বাইরে গরমের তাপ যত বাড়ছে ততই ভোটের উত্তাপও ছড়াচ্ছে। নির্বাচন ঘিরে প্রার্থীসহ নেতাকর্মীদের প্রচার চলছে জোর কদমে। এবার লোকসভার ভোটের প্রচারে অভিনব পন্থা অবলম্বন করলেন তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে লোকাল ট্রেনে চেপে বসলেন তিনি।
ভোটের ফলাফল কি হবে তা না ভেবে প্রথম দিন থেকেই প্রচার জনসংযোগ সহ বিভিন্ন কর্মসূচিতে জোর দিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের বামেদের প্রার্থী তথা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রচারে তিনি একাধিক অভিনব পন্থা অবলম্বন করেছেন। কখনও ভোটের প্রচারে বেরিয়ে ঢাক বাজানো। কখনও ভোটের প্রচারে বেরিয়ে ক্রিকেট খেলায় মেতে ওঠা। কখনও সকাল-সকাল ভোট প্রচারে বেরিয়ে শরীর চর্চা। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভা, মিছিল, বাজার এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করছেন তিনি। এবার লোকসভা ভোটের প্রচারে লোকাল ট্রেনে চড়ে বসলেন। ২ মে মেচেদা স্টেশন থেকে হলদিয়া লোকালে ওঠে ভোটের প্রচার করতে দেখা গেল সায়ন বন্দ্যোপাধ্যায়কে। মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত ট্রেনে চেপেই তিনি ভোট প্রচার করেন।
advertisement
লোকাল ট্রেনের চেপে ভোটের প্রচার জনসংযোগ বিষয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় জানান, বৃহস্পতিবার সারাদিন ট্রেনে করেই সাধারণ মানুষের সঙ্গে যাতায়াতের মাধ্যমে জনসংযোগ প্রচার চলবে। লোকাল ট্রেনে করে মেচেদা থেকে হলদিয়া আবার হলদিয়া থেকে মেচেদা, আসা-যাওয়া করবেন। ”তমলুকে জিতবে এবার সায়ন। হলদিয়ায় আবার হবে শিল্পায়ন। তমলুকের হবে প্রকৃত উন্নয়ন।” এই বার্তা তুলে ধরতেই লোকাল ট্রেনে করে জনসংযোগ প্রচারে জোর দেওয়া হয়েছে। সারাদিন লোকাল ট্রেনে চেপে প্রচার চালান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন : Rinku Singh: সুযোগ পাননি টি-২০ বিশ্বকাপের দলে, এখন কী অবস্থা রিঙ্কু সিং ও তাঁর পরিবারের, জানলে চোখে জল আসবে
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র এবারের লোকসভা নির্বাচনের হট সিট। আর তমলুকের মাটিতে পা রাখার পর থেকেই বিরোধীদের এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ বামেদের তমলুক লোকসভার প্রার্থী। প্রতিদিনই তমলুকের বিভিন্ন প্রান্তে জনসংযোগ প্রচার মিছিল জনসভার চালিয়ে যাচ্ছেন তিনি। এবার তার প্রচার ভিন্নমাত্রা পেল লোকাল ট্রেন। সায়নের দাবি লোকাল ট্রেনে করে সাধারণ মানুষের কাছে এই জনসংযোগ প্রচার ভালই সাড়া ফেলেছে মানুষের মনে।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2024 6:10 PM IST