গণতন্ত্রের উৎসব এখন মিষ্টিময় ! দলের প্রতীক ফুটে উঠছে মিষ্টিতে...
Last Updated:
#হুগলি: প্রচারে মিষ্টি...না কী মিষ্টির প্রচার? ...গণতন্ত্রের উৎসব এখন মিষ্টিময়। ক্ষীরের ছাঁচে, ছানার পাকে ঘাসফুল, পদ্মের দাপট। কারিগরের তুলিতে নিখুঁত কাস্তে, হাতুড়ি। ক্রমেই গাঢ় হচ্ছে হাত-এর রং। হুগলির দোকানে এখন ভোট মিষ্টির রমরমা। ভোট উত্তাপের আঁচ লেগেছে মিষ্টিতেও...বদলাচ্ছে দুধ-ক্ষীর-ছানার পাকের চরিত্র। চেনা মিষ্টির স্বাদে এখন রাজনীতির রং। যে রঙে মুখ-মিষ্টিও হয়...প্রচারও চলে।
রিষড়ার শতাব্দীপ্রাচীন দোকানের ট্রেতে উঁকি দিচ্ছে চেনা মিষ্টিরা........তবু বাজার এখন জোড়াফুল, পদ্মের দখলে। শান দেওয়া চলছে কাস্তে হাতুড়িতেও। হাত-এর ওজনও কম নয়। চার দলের প্রতীক দেওয়া মিষ্টি এখন ভোট বাজারের হট কেক। পঞ্চাশ গ্রাম থেকে পাঁচশো গ্রাম ওজনের প্রতীক সন্দেশ বিকোচ্ছে তিরিশ থেকে তিনশো টাকায়। লাল, সবুজ, গেরুয়া রসগোল্লার বরাতও আসছে দেদার।
advertisement
advertisement
মিষ্টির গায়ে রাজনীতির এই রং কিন্তু আদ্যন্ত ভেষজ। রঙের আড়ালে কাজু, পেস্তা, বাদামের জমাট বাঁধুনি। বাটারস্কচের ঘাসফুল সন্দেশ...পেস্তার পদ্মফুল। স্ট্রবেরির কাস্তে, হাতুড়ি..চকোলটের হাত।। ভোট স্পেশাল বলে কী এক্সপেরিমেন্ট হবে না? বাংলা নববর্ষের জন্য ভোট মিষ্টির চাহিদা এখন তুঙ্গে।
advertisement
হুগলির বাইরেও বাড়ছে চাহিদা। উপহার দিতে কিংবা অতিথি আপ্যায়ন করতে নিজেদের দলের প্রতীক দেওয়া মিষ্টিতেই এখন ভরসা রাজনৈতিক কর্মীদের। সৌজন্যের সঙ্গে প্রচারের কৌশলী মিলমিশ।। ২৩শে মে-র পর কোনও মিষ্টিতে মধুরেণ সমাপয়েৎ হয়.....সেটাই এখন দেখার।।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2019 6:09 PM IST