অনুব্রতহীন বীরভূমে আজ শুভেন্দু! নলহাটিতে বড় এই কর্মসূচি বিজেপির

Last Updated:

মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা বীরভূমের নলহাটিতে। সেই সভা থেকে কী বার্তা দেবেন শুভেন্দু, সেই দিকের নজর রাজনৈতিক মহলের।

শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
#কলকাতা: এই মুহূর্তে 'অনুব্রতহীন' বীরভূম। এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে বীরভূমে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি। একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়েছে বীরভূমে। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা বীরভূমের নলহাটিতে। সেই সভা থেকে কী বার্তা দেবেন শুভেন্দু, সেই দিকের নজর রাজনৈতিক মহলের।
শুধুমাত্র শুভেন্দু অধিকারীর আজকের সভাই নয়, এর আগেও অনুব্রতর খাস তালুকে গেরুয়া শিবিরের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার থেকে রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের। 'অনুব্রতহীন' বীরভূমে পঞ্চায়েতের আগেই সংগঠন বাড়াতে মরিয়া পদ্ম শিবির।
মঙ্গলবার অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূমের নলহাটিতে সভা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবাস যোজনায় দুর্নীতি, ১০০ দিনের কাজে বেনিয়ম-সহ শাসক দলের নেতাদের একাধিক দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে নলহাটির হরিপ্রসাদ হাই স্কুল ময়দানে বেলা দুটোয় সভার আয়োজন করেছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা। সভাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
advertisement
advertisement
গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে গত সপ্তাহেই পৃথক একটি মামলায় তাঁকে গ্রেফতার করে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। যদিও এই গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। বিরোধীরা বিশেষ করে বিজেপি বলতে শুরু করেছে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া আটকাতেই কৌশলগতভাবে অনুব্রত মণ্ডলকে পুরনো একটি মামলায় আচমকা আদালতে পেশ করা হয়।
advertisement
অনুব্রত মণ্ডল ঠিক যখন বীরভূম জেলার দুবরাজপুরে পুলিশি হেফাজতে রয়েছেন, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর সেই জেলাতেই মঙ্গলবারের রাজনৈতিক কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যজুড়ে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও পালন করছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে অনুব্রত ইসুকে হাতিয়ার করে গেরুয়া শিবিরের বিশেষ নজর বীরভূমে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনুব্রতহীন বীরভূমে আজ শুভেন্দু! নলহাটিতে বড় এই কর্মসূচি বিজেপির
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement