#তমলুক: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) জায়গায় সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra), তাম্রলিপ্ত জাতীয় কমিটির (Tamralipta Janakalyan Samity) নতুন সভাপতি নির্বাচিত হলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। স্বাধীনতা আন্দোলন এবং বিপ্লবীদের স্মৃতি বিজড়িত তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ জনকল্যাণ সমিতির সভাপতির পদ থেকে সরলেন শুভেন্দু অধিকারী। সভাপতি পদে আনা হয়েছে রাজ্যের সেচ দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্রকে।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক নিমতৌড়িতেই রয়েছে স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের স্মৃতিবিজড়িত এই জনকল্যাণ সমিতি। সেই প্রতিষ্ঠানের সভাপতির পদে একটানা ১০ বছর ছিলেন শুভেন্দু অধিকারী। ২০১২ সালে তিনি জনকল্যাণ সমিতির সভাপতির পদে বসেছিলেন। ২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত সভাপতির পদে ছিলেন তিনি। নতুন কমিটির মেয়াদ থাকে তিন বছর। তিন বছর অন্তর মেয়াদ শেষ হয়। গত ৬ জুলাই এ বারের কমিটির মেয়াদ শেষ হয়েছে। শুভেন্দুর অবর্তমানে আজ কমিটির সদস্যরা বৈঠক করে নতুন সভাপতি নির্বাচন করেন। শুভেন্দুর জায়গায় তাঁরা সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রকে সংস্থার নতুন সভাপতি নির্বাচন করেন।
আজ জনকল্যাণ সমিতির সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় নতুন সভাপতির নাম প্রস্তাব করেন সমিতির কোষাধ্যক্ষ সোমনাথ বেরা। তিনি সৌমেন মহাপাত্রর নাম প্রস্তাব করেন। সমর্থন করেন সহ-সম্পাদক দীপেন্দ্র নারায়ন রায়। সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় নতুন সভাপতি হন রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। আগামী সাত দিনের মধ্যে নতুন কমিটি গঠন হবে বলে জানান নতুন সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। আগামীদিনে স্বাধীনতা সংগ্রামীদের কথা ও তাদের বাণী যুব সমাজের সামনে তুলে ধরতে একাধিক পরিকল্পনা নেওয়া হবে বলে তিনি জানান।
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Soumen Mahapatra, Suvendu Adhikary