Suvendu Adhikari: শান্তিকুঞ্জে নতুন আয়োজন, রঙিন পাঞ্জাবিতে সেজে উঠলেন শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari: শান্তিকুঞ্জে জগদ্ধাত্রী, রঙিন পাঞ্জাবি গায়ে  ঠাকুরের পায়ে ফুল চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাড়ির পুজোয় শুভেন্দু অধিকারী
বাড়ির পুজোয় শুভেন্দু অধিকারী
#কাঁথি: কাঁথির শান্তিকুঞ্জ প্রাঙ্গণে জগদ্ধাত্রী পুজো। বাড়ির প্রথমবারের জগদ্ধাত্রী পুজোয় পুষ্পাঞ্জলি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কাঁথির অধিকারী পরিবারের উদ্যোগে এবারই প্রথম মা জগদ্ধাত্রীর আরাধনা হচ্ছে। সেই পুজো আয়োজন ঘিরে ব্যস্ততা শান্তিকুঞ্জের অন্দরমহলে। বাড়ির জগদ্ধাত্রী পুজোয় সার্বিক মঙ্গল কামণা করে আজ ঠাকুরের পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শুভেন্দু অধিকারী।
পুজো বলতে এতদিন এই বাড়িতে মহা ধুমধামেই মা লক্ষ্মীর পুজো হয়ে এসেছে। এবারই প্রথম জগদ্ধাত্রীর আয়োজন। নিয়ম রীতি মেনে সেই পুজো চলছে শিশির-শুভেন্দু অধিকারীদের বাড়ি চত্বরেই। শান্তিকুঞ্জের সামনের ক্যাম্পাসেই ছোটো করে মন্ডপ গড়েই চলছে জগদ্ধাত্রী মায়ের আরাধনা।  বাড়ির বড় সদস্য, শান্তিকুঞ্জের কর্তা সাংসদ শিশির অধিকারী নিজেই পুজোর আয়োজনের লক্ষ্য নজর রেখেছেন।
advertisement
advertisement
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সেভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তারই মধ্যে অধিকারী বাড়ির জগদ্ধাত্রী পুজোকে ঘিরে অনেক উৎসাহীদেরই শান্তিকুঞ্জ প্রাঙ্গণে হাজির হতে দেখা যাচ্ছে। বাড়ির কর্তা সাংসদ শিশির অধিকারীর কথায়, ''করোনার হাত থেকে মানুষকে বাঁচানোর আর্তি জানিয়েই এবারই প্রথমবার জগদ্ধাত্রী পুজো আয়োজনে ব্রতী হয়েছি। পুজো আয়োজনে আড়ম্বর ছেড়ে নিয়মনিষ্ঠায় জোর দেওয়া হয়েছে।''
advertisement
জানা গিয়েছে, এর আগে কাঁথির শান্তিকুঞ্জে বছরের পর বছর ধরে মা লক্ষ্মীর আরাধনা হয়ে এসেছে। কাঁথির ক্যানেল পাড় লাগোয়া ভবতারিণী মন্দিরে কালী পুজোতে শিশির অধিকারীর সক্রিয় অংশগ্রহণও বছর বছর ধরে চলে আসছে। লক্ষ্মী ও কালীর পর এবার জগদ্ধাত্রী। প্রথম বারের সেই জগদ্ধাত্রী পুজো আয়োজন ঘিরে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। নিজের বিধানসভা এলাকা নন্দীগ্রামের জগদ্ধাত্রী পুজো আয়োজনে যোগ দিতে যাওয়ার আগে আগেই আজ তিনি বাড়ির জগদ্ধাত্রী পুজোয় পুষ্পাঞ্জলিও দিয়ে গেছেন। জানা গিয়েছে, কোভিড বিধি মেনে শান্তিকুঞ্জের জগদ্ধাত্রী পুজোয় ভোগেরও আয়োজন করা হবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: শান্তিকুঞ্জে নতুন আয়োজন, রঙিন পাঞ্জাবিতে সেজে উঠলেন শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement