লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় সাফ হবে তৃণমূল! কোতুলপুর থেকে হুঙ্কার শুভেন্দুর

Last Updated:

বাঁকুড়ার পুলিশ সুপারকেও এ দিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন,'আগামী ১১ ডিসেম্বর বাঁকুড়া এসপি অফিস অভিযান করব।'

কোতুলপুরের সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
কোতুলপুরের সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
কলকাতা: ‘চোর ধরতে মানুষ ২৯ নভেম্বর কলকাতায় পৌঁছে যাবে। কলকাতায় সেদিন জন সুনামি হবে।’ শনিবার বাঁকুড়ার কোতুলপুরের সভা মঞ্চ থেকে বললেন শুভেন্দু অধিকারী। সমস্ত স্তরের বঞ্চিতদের ধর্মতলায় অমিত শাহর সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার। সে প্রসঙ্গে শুভেন্দু বলেন,’ বিজেপির কেউ ওনার সঙ্গে নেই। দেনায় জর্জরিত ছিলেন হরকালি। দেনা মেটাতে উনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন। আমি ওনাকে পর্যায়ক্রমে ৬ লক্ষ টাকা দিয়েছি৷ হরকালি বিজেপির সঙ্গ ত্যাগ করায় দলে কোনও প্রভাব পড়বে না বলেও দাবি শুভেন্দু অধিকারীর।
advertisement
advertisement
শুভেন্দুর আরও দাবি, লোকসভা ভোটে বাঁকুড়া জেলায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল৷ এই মুহূর্তে বাঁকুড়া জেলার দুটি লোকসভা আসনই বিজেপি-র দখলে৷ গত বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে অবশ্য হারানো জমি অনেকটাই ফিরে পেয়েছে তৃণমূল৷
advertisement
বাঁকুড়ার পুলিশ সুপারকেও এ দিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন,’আগামী ১১ ডিসেম্বর বাঁকুড়া এসপি অফিস অভিযান করব।’ জেলা জুড়ে বালি চুরি নিয়েও কোতুলপুরের সভামঞ্চ থেকে শনিবার সরব হন বিরোধী দলনেতা। মঞ্চে বক্তব্য রাখার সময় এদিন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর জনসমক্ষে ঘোষণা করে তাঁকে বালি চুরির ছবি পাঠানোর কথা বলে শুভেন্দু অধিকারী বলেন,’আপনারা ছবি পাঠাবেন। আমি তার পরের দিনই সেখানে চোর ধরতে পৌঁছে যাব।’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় সাফ হবে তৃণমূল! কোতুলপুর থেকে হুঙ্কার শুভেন্দুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement