Suvendu Adhikari: 'উনিই ভাল উত্তর দিতে পারবেন', ফের অভিষেককে নিশানা শুভেন্দুর! তুঙ্গে শোরগোল

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কটাক্ষ, "হলদিয়া বন্দরের অচলাবস্থা নিয়ে ভাইপোকে জিজ্ঞেস করুন। উনি ভালো উত্তর দিতে পারবেন। কারণ উনিই গন্ডগোল লাগিয়েছেন।''

যুযুধান
যুযুধান
#হলদিয়া: বৃহস্পতিবার বিজেপির পূর্ব মেদিনীপুর, জেলা বিজেপির তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার বিশেষ সাংগঠনিক বৈঠকে হলদিয়ার টাউনশিপ বিবি ঘোষ অডিটোরিয়াম হলে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্যের সাংগঠনিক অবর্জারভার মঙ্গল পাণ্ডে সহ দুই সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডল সভাপতিরা। সেখানেই বৈঠক শেষে তৃণমূলকে তুমুল কটাক্ষ করেন শুভেন্দু। তুলে আনেন হলদিয়ার অচলাবস্থার কথা।
শুভেন্দুর কটাক্ষ, "হলদিয়া বন্দরের অচলাবস্থা নিয়ে ভাইপোকে জিজ্ঞেস করুন। উনি ভালো উত্তর দিতে পারবেন। কারণ উনিই গন্ডগোল লাগিয়েছেন। বিষয়টি ভাইপোর মাল তোলার ব্যবসা ছাড়া কিছু নয়।" এদিন তিনি আরও বলেন, ''কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্ত মেনে বিজেপির লক্ষ্য একটাই- পিসি ভাইপো মুক্ত বাংলা গড়া। পরিবারবাদ তোষনবাদকে খতম করা।''
advertisement
advertisement
হলদিয়ায় দলের ক্লোজ ডোর কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি বলেন, "পরিবারবাদ এবং তোষনের হাত থেকে বাংলাকে বাঁচানোই বিজেপির লক্ষ্য। পিসি এবং ভাইপোর হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে।" সোনারপুরে বাড়ি করতে গিয়ে তোলা দিতে পারেননি। সেই 'অপরাধে' এক গৃহবধূকে স্থানীয় তৃণমূলের একদল নেতা তাঁকে সামাজিক বয়কট করেছে, এই অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, ''বাংলায় জঙ্গলরাজ চলছে। পিসি আবার পুলিশ মন্ত্রী।''
advertisement
এদিনের বৈঠকে উপস্থিন হন গত বিধানসভা নির্বাচনে জেলার সমস্ত বিজেপি প্রার্থীরাও।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'উনিই ভাল উত্তর দিতে পারবেন', ফের অভিষেককে নিশানা শুভেন্দুর! তুঙ্গে শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement