Suvendu Adhikari: 'পঞ্চায়েতে এ রকমই হবে', কাঁথির সভা থেকে শুভেন্দুর বড় চ্যালেঞ্জ! 'আগামী বছরটা খুব ভালো যাবে...'

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর সংযোজন, ''আমাদের দাবি, ঘুষমুক্ত মেধাযুক্ত বেকারদের কর্মংসস্থান। দুর্নীতিহীন আবাস যোজনার বাড়ি।''

শুভেন্দুর নিশানায় কে?
শুভেন্দুর নিশানায় কে?
#কাঁথি: কাঁথির সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর নিশানায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, 'আমাদের সভা আটকাতে এত কিছু করে কিছুই পারল না। আদালতে গেলেই এরা চড় খায়। এটা শুধু কাঁথি বিজেপি লেজটা দেখাল, মাথা এখনও বাকি। সঠিক সময় দেখাব। অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হয় না। ৯ জন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, কার্যকতাদের সম্মান জানালাম।''
শুভেন্দুর সংযোজন, ''আমাদের দাবি, ঘুষমুক্ত মেধাযুক্ত বেকারদের কর্মংসস্থান। দুর্নীতিহীন আবাস যোজনার বাড়ি। বেআইনি বাড়ি হলে টাকা ফেরৎ নেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের। আবাস যোজনা যারা পাননি কিন্তু যোগ্য, পঞ্চায়েতে আমরা জিতে লোকসভা ভোটের আগে বাড়ি পাইয়ে দেব।''
advertisement
advertisement
এরপরই নিজের দেওয়া বিশেষ ৩ দিনের প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা বলেন, ''আমি তিন বিশেষ দিনের কথা বলেছি। সরকার পড়ে যাবে ওই তিনদিনে বলিনি। আমরা কিন্তু বিধায়ক ভাঙিয়ে সরকার গড়তে চাই না। ভোট লড়েই বাংলায় সরকার গড়বে বিজেপি। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ছোট একটি নির্বাচনের ফলাফলে বিজেপি একে, সিপিএম দুয়ে, তিনে তৃণমূল। পঞ্চায়েতে এ রকমই হবে। মানুষ ভোট দিলে , তৃণমূলের অস্তিত্ব থাকবে না।''
advertisement
শুভেন্দু অধিকারী এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এও বলেন,' বড় চোরের দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন। সব হবে। দিন পরিবর্তন হতে পারে। মাস পরিবর্তন হতে পারে। কিন্তু বছর পরিবর্তন হবে না। আগামী বছরটা খুব ভালো যাবে'। কাঁথির সভা মঞ্চ থেকে এদিন নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় শুভেন্দুকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'পঞ্চায়েতে এ রকমই হবে', কাঁথির সভা থেকে শুভেন্দুর বড় চ্যালেঞ্জ! 'আগামী বছরটা খুব ভালো যাবে...'
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement