Suvendu Adhikari Arjun Singh: 'চুক্তি করে তৃণমূলে অর্জুন সিং, টিকিট পাবেন তো?' বিস্ফোরক শুভেন্দু! পাল্টা লোডশেডিং কটাক্ষ

Last Updated:

Suvendu Adhikari Arjun Singh: জল্পনা উসকে অর্জুন সিং প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ''উনি (অর্জুন সিং) যে দলে গিয়েছেন, সেই দলের নেতাদের সঙ্গে বনিবনা ঠিকঠাক হচ্ছে না।''

অরুণ ঘোষ, পানিহাটি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে এবার তৃণমূলে ফিরে আসা অর্জুন সিংয়ের প্রসঙ্গ। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভারত মাতার পুজো উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে অর্জুন সিং সম্পর্কে একাধিক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”অর্জুন সিং ওই দলে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ছেন।”
এরপরই জল্পনা উসকে শুভেন্দু বলেন, ”উনি (অর্জুন সিং) যে দলে গিয়েছেন, সেই দলের নেতাদের সঙ্গে বনিবনা ঠিকঠাক হচ্ছে না। উনি আশা-আশঙ্কাতেও আছেন টিকিট পাবেন কি পাবেন না। সেই কারণেও উনি বেসুরো কথাবার্তা বলছেন।” বিরোধী দলনেতার সংযোজন, ”যে চুক্তি করে অর্জুন সিংকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই চুক্তি রাখা হয়নি। এক বছর হয়ে গিয়েছে। তাই তিনি বেসুরো কথা বলছেন।”
advertisement
advertisement
যদিও শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ”শুভেন্দু অধিকারী ব্যারাকপুরে নির্বাচন লড়ে দেখুন না, কী হয়। কে আমাকে নিয়ে কী বলল, এর কোন গুরুত্ব নেই আমার কাছে। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন বারবার বলেন, উনি এবার ব্যারাকপুরে লড়ে দেখুন। উনি লোডশেডিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। কারচুপি করে হারিয়েছেন।”
advertisement
অর্জুনের পাল্টা কটাক্ষ, ”আমি তখন ওই দলে ছিলাম, কিন্তু বলতে পারিনি কারণ দলে থেকে সেটা বলা যায় না। আমি তো তৃণমূল থেকে দাঁড়াবই। আমি আমন্ত্রন দিলাম ওঁকে। উনি তো দলে বড় বড় কথা বলেন।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari Arjun Singh: 'চুক্তি করে তৃণমূলে অর্জুন সিং, টিকিট পাবেন তো?' বিস্ফোরক শুভেন্দু! পাল্টা লোডশেডিং কটাক্ষ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement