Jadavpur University Calcutta High Court: আগেও র‍্যাগিং! যাদবপুরের ঘটনায় হাইকোর্টে মারাত্মক দাবি, সোমবার পরবর্তী শুনানি

Last Updated:

Jadavpur University Calcutta High Court: মামলায় দাবি করা হয়েছে, সিসিটিভি আগে লাগানো হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছে। প্রাক্তনীরা দিনের পর দিন থাকছেন। এমনও দাবি করা হয়েছে হাইকোর্টে।

যাদবপুর কাণ্ডের শুনানি সোমবার
যাদবপুর কাণ্ডের শুনানি সোমবার
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে দায়ের জনস্বার্থ মামলায় ইউজিসি-র নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় এবং হস্টেলে বসাতে হবে সিসিটিভি। এমনই আবেদন করা হল মামলায়। বিশ্ববিদ্যালয় এবং হস্টেল চত্বরে কোথাও যেন অন্ধকার না থাকে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। সেই আবেদনও উঠে এসেছে মামলায়। সবার জন্য ডিজিটাল পরিচয় পত্র করা হোক, আদালতে সেই আর্জিও জানান আবেদনকারী।
শুধু তাই নয়, প্রবেশ পথে ব্যাগ পরীক্ষা করার ব্যবস্থা রাখতে হবে। প্রাক্তনী এবং আগতদের জন্য আলাদা রেজিস্টার রাখতে হবে। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার এমনই আবেদন। এক্ষেত্রে মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
advertisement
advertisement
মামলায় দাবি করা হয়েছে, সিসিটিভি আগে লাগানো হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছে। প্রাক্তনীরা দিনের পর দিন থাকছেন। এমনও দাবি করা হয়েছে হাইকোর্টে। বছরের পর বছর বেআইনি কাজ হয়ে চলেছে। প্রশাসন বলে কিছু নেই। দাবি মামলায়। বহিরাগতরা প্রতিনিয়ত ঢুকছে। আগেও র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। ইউজিসির নিয়ম মানা হচ্ছে না। দাবি মামলায়। এর আগেও ভাংচুরের ঘটনা ঘটেছে, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। দাবি মামলায়।
advertisement
আচার্য শুধু উপাচার্য নিয়োগ করে বসে থাকবেন সেটা হয়না। দাবি মামলায়। ইউজিসি নির্দেশিকা মানতে বাধ্য সমস্ত বিশ্ববিদ্যালয়। এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Calcutta High Court: আগেও র‍্যাগিং! যাদবপুরের ঘটনায় হাইকোর্টে মারাত্মক দাবি, সোমবার পরবর্তী শুনানি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement