#খেজুরি: 'তোলাবাজ ভাইপো' বলে নাম না করেই এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিলেন বিজেপি নেতারা৷ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তাঁর নাম করে আক্রমণ করতে বলেছিলেন অভিষেক সহ তৃণমূল নেতারা৷ খেজুরির সভা থেকে নাম করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'তোলাবাজ' বলে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ এতদিন তাঁর মুখে 'তোলাবাজ ভাইপো' বলে কটাক্ষ শোনা গেলেও সরাসরি অভিষেকের নাম শোনা যায়নি৷
এ দিন খেজুরির সভা থেকে নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী বলে আক্রমণ করেন শুভেন্দু৷ সেই সূত্রেই শুভেন্দু বলেন, 'বিজেপি-র সরকার এলে আমরা একটা মিথ্যাশ্রী পুরস্কার চালু করব৷ প্রথম পুরস্কার পাবে মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর একটা তোলাশ্রী পুরস্কার চালু করব, সেটা পাবে ওঁর ভাইপো তোলাবাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷' এর পরই 'তোলাবাজ ভাইপো হঠাও' বলে স্লোগান তোলেন শুভেন্দু৷
গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপি-তে যোগদান করেই 'তোলাবাজ ভাইপো হঠাও' বলে স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী৷ এর পর থেকে প্রতিটি সভায় নিয়ম করে প্রতিটি জনসভায় শুভেন্দুর মুখে 'তোলাবাজ ভাইপো' কটাক্ষ শোনা গিয়েছে৷ পাল্টা নাম না করে শুভেন্দুকেও 'সবথেকে বড় তোলাবাজ' বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন শুভেন্দু সরাসরি অভিষেকের নাম নেওয়ার পর তৃণমূল সাংসদ কোনও পদক্ষেপ করেন কি না, সেটাই এখন দেখার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, BJP, Suvendu Adhikari, TMC