Panagarh Accident Death: মা-ঠাকুমার একমাত্র অবলম্বন, পানাগড়ে দুষ্কৃতী দৌরাত্মের বলি সুতন্দ্রা! চন্দননগরে হাহাকার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মাত্র ৮ মাস আগেই ক্যানসারে আক্রান্ত হয়ে সুতন্দ্রার বাবার মৃত্যু হয়৷ ফলে সুতন্দ্রাই ছিলেন তাঁর মা, ঠাকুমা এবং দিদিমার একমাত্র অবলম্বন৷
রানা কর্মকার, চন্দননগর: ছোট থেকেই নাচের প্রতি ঝোঁক৷ বড় হয়ে সেই নাচকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন৷ নৃত্যশিল্পী হিসেবে নিজের আলাদা পরিচিতিও তৈরি করেছিলেন চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ার বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়৷ সেই নাচের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই পানাগড়ে দুষ্কৃতী দৌরাত্মের জেরে প্রাণ গেল সুতন্দ্রার৷
গতকাল রাত দশটা নাগাদ গয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে নিজের নাচের দলের কয়েকজনকে নিয়ে গাড়িতে রওনা দেন সুতন্দ্রা৷ পানাগড়ের কাছে সুতন্দ্রাদের গাড়িকে ধাওয়া করে অন্য একটি গাড়ি৷ অভিযোগ, সেই গাড়ি থেকে পাঁচ জন মদ্যপ যুবক সুতন্দ্রাদের গাড়ি লক্ষ্য করে কটূক্তি এবং অশালীন ইঙ্গিত করতে থাকে৷ একাধিক বার সুতন্দ্রাদের গাড়িতেও ধাক্কা মারে ওই গাড়িটি৷ শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর৷
advertisement
advertisement
এই খবর চন্দননগরের বাড়িতে পৌঁছতেই শোকে কার্যত বাকরুদ্ধ হয়ে যান সুতন্দ্রার মা৷ বাড়িতে সুতন্দ্রার মা ছাড়াও তাঁর ঠাকুমা এবং দিদিমা থাকতেন৷ মাত্র ৮ মাস আগেই ক্যানসারে আক্রান্ত হয়ে সুতন্দ্রার বাবার মৃত্যু হয়৷ ফলে সুতন্দ্রাই ছিলেন তাঁর মা, ঠাকুমা এবং দিদিমার একমাত্র অবলম্বন৷ সংসারের একমাত্র উপার্জনকারীও ছিলেন ওই তরুণীই৷
advertisement
দুর্ঘটনার খবর পেয়েই ভোরে পানাগড়ের উদ্দেশ্যে রওনা দেন সুতন্দ্রার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা৷ এই দুঃসংবাদে স্তম্ভিত সুতন্দ্রার প্রতিবেশীরাও৷ তাঁরা জানাচ্ছেন, ছোট থেকেই নাচে পারদর্শী ছিলেন সুতন্দ্রা৷ পাড়ায় তাঁর ডাকনাম ছিল মামন৷ মামন ডান্স অ্যাকাডেমি নামে নাচের স্কুলও খুলেছিলেন তিনি৷ খুবই হাসিখুশি ছিলেন তিনি৷ বাড়িতে পোষ্য সারমেয় থাকলেও প্রতিদিন নিয়ম করে রাস্তার কুকুরদেরও খাওয়াতেন সুতন্দ্রা৷ বন্ধুদের নিয়েই তিনি একটি নাচের দল তৈরি করেছিলেন৷ সেই দল নিয়েই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতেন সুতন্দ্রা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2025 6:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panagarh Accident Death: মা-ঠাকুমার একমাত্র অবলম্বন, পানাগড়ে দুষ্কৃতী দৌরাত্মের বলি সুতন্দ্রা! চন্দননগরে হাহাকার