নতুন বছরেই সুখবর! গজকেশরী রাজযোগে ভাগ্য চমকাবে তিন রাশির! কেরিয়ারে উন্নতি থেকে ধনলাভে মালামাল কারা?

Last Updated:
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই সময় গুরু বৃহস্পতি এবং চন্দ্রের শুভ যুতির ফলে কর্কট রাশির মধ্যে গজকেশরী রাজযোগের সৃষ্টি হতে চলেছে। ফলে ২০২৬ সালে বেশ কিছু রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে।
1/6
শুক্র গোচর ২০২৫, Venus transit 2025, স্বাতী নক্ষত্রে শুক্র, Venus in Swati Nakshatra, প্রেমের রূপান্তর, romantic transformation, রাশির প্রেম, zodiac signs love, love life 2025, relationship astrology, প্রেম ভাগ্য, Venus effects on love, astrology 2025, zodiac compatibility, রাশিফল ২০২৫, Venus in Libra, astrology transit, প্রেম ও সম্পর্ক, Venus planetary movement,Shukra Gochar 2025, Love Life, Venus transit 2025, শুক্র গোচর ২০২৫, Venus in Swati Nakshatra, স্বাতী নক্ষত্রে শুক্র, romantic transformation, প্রেমের রূপান্তর, zodiac signs love, রাশির প্রেম
বৈদিক জ্যোতিষ অনুসারে ২০২৬ সালে বেশ কিছু রাশির ভাগ্য বদলাতে চলেছে। এরফলে বছর শুরুর প্রথম মাসেই ভাগ্য পরিবর্তন হতে চলেছে বহু রাশির। এই সময় এক দুর্লভ রাজযোগের সৃষ্টি হতে চলেছে।
advertisement
2/6
এই ৫টি রাশির জাতকরা যদিও শনির প্রিয় বলে বিবেচিত হন, তবুও শনির কৃপা পেতে তাঁদের উচিত নিয়মিত প্রভাতে শনি মন্দিরে কালো তিল ও সর্ষের তেল দান করা, শনি স্তোত্র পাঠ করা ও সত্যনিষ্ঠ জীবনযাপন করা। এতে শনি দেবের আশীর্বাদ দীর্ঘস্থায়ী হয়।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই সময় গুরু বৃহস্পতি এবং চন্দ্রের শুভ যুতির ফলে কর্কট রাশির মধ্যে গজকেশরী রাজযোগের সৃষ্টি হতে চলেছে। ফলে ২০২৬ সালে বেশ কিছু রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্যে আসতে চলেছে খুশির জোয়ার
advertisement
3/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
কর্কট রাশি- কর্কট রাশির জাতক/জাতিকাদের জন্য এই সময় অত্যন্ত শুভ যোগ তৈরি হতে চলেছে। কারণ, গজকেশরী রাজযোগের ফলে এই সকল মানুষদের জীবনে আসতে চলেছে খুশির জোয়ার।
advertisement
4/6
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্য ভাল সময় আনবে মহালক্ষ্মী যোগ। এই যোগের প্রভাবে কেরিয়ারে বড় সাফল্য পেতে পারেন। এই সময়ে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে।
তুলা রাশি- তুলা রাশির জাতক/জাতিকাদের রাজযোগের ফলে কেরিয়ার এবং কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে। এই সময় চাকরিতে উন্নতি, প্রমোশন মিলতে পারে। একইসঙ্গে এই সময় ব্যবসায় সাফল্য মিলবে। এছাড়াও এই সময় বড় কোনও কন্ট্রাক্ট পেতে পারেন। এই সময় লম্বা সময়ে ধরে চাকরি বদলানোর ইচ্ছাপূর্ণ হতে পারে।
advertisement
5/6
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মিথুন রাশি- মিথুন রাশির জন্য গজকেশরী রাজযোগ ধন, কেরিয়ারের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে চলেছে। এই সময় আপনার আকস্মিক ধনলাভ হতে পারে। একইসঙ্গে এই সময় আপনার আয়বৃদ্ধি হতে পারে। এছাড়াও, এই সময় আপনি মধুর বাণী দিয়ে সকলের সম্মান অর্জন করতে পারবেন। এই সময় আপনার অনেকের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠবে।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement