সাইবেরিয়া থেকে সুন্দরবন, শীত পড়তেই 'রঙিন অতিথিদের' ঢল! জলাভূমিতে অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ স্থানীয়রা

Last Updated:

Migrant Bird : গোটা সুন্দরবন জুড়ে ছড়িয়ে থাকা মেছোভেড়ি, খাড়ি ও জলাশয়গুলিতে ভোর থেকেই দেখা মিলছে নানা প্রজাতির অতিথি পাখির।

+
পরিযায়ী

পরিযায়ী পাখি

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা : শীত নামতেই সুন্দরবনে রঙিন অতিথি পাখির ভিড়। শীতের আমেজ পড়তেই সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি আবারও জমে উঠেছে পরিযায়ী পাখির আনাগোনায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া সহ গোটা সুন্দরবন জুড়ে ছড়িয়ে থাকা মেছোভেড়ি, খাড়ি ও জলাশয়গুলিতে ভোর থেকেই দেখা মিলছে নানা প্রজাতির অতিথি পাখির।
সুদূর সাইবেরিয়া ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান ও মায়ানমার থেকে প্রতিবছরের মতোই ফিরে এসেছে এরা। স্থানীয় মানুষ জানান, মদনটাক, স্যাংকল, হাঁস, সাদা বক, কুনো বক, ডুবুরি, পানিকৌড়ি, বাটাং, বেকচো, ধাড়বক, কাকবক, মাছরাঙা সহ অসংখ্য পাখি শীত পড়লেই এই জলভাগে খাবারের সন্ধানে ভিড় জমায়। সকালের নরম আলোয় তাদের উড়ন্ত দৃশ্য আর জলস্পর্শে তৈরি হয় অপূর্ব এক দৃশ্য, যা দেখতে প্রতিদিনই ভিড় করেন এলাকার মানুষ।
advertisement
advertisement
স্থানীয়দের মতে, অতিথি পাখিদের আগমন শুধু মনোরম দৃশ্যই নয়, পরিবেশের পক্ষেও অত্যন্ত উপকারী। পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে জলজ পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে তাদের বড় ভূমিকা রয়েছে। তাই প্রতিবছর এদের ফিরে আসাকে তারা প্রকৃতির আশীর্বাদ হিসেবেই মনে করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুন্দরবনবাসীর কথায়, “শীত এলেই এই অতিথি পাখিরা আমাদের এলাকাকে অন্যরকম করে তোলে। এরা এলে মনে হয় প্রকৃতি আবারও নতুন করে জেগে উঠেছে।” প্রকৃতি ও মানুষের এই সহাবস্থানই সুন্দরবনকে বারবার নতুন রূপে বাঁচিয়ে রাখে। আর সেই রূপেরই অংশ হয়ে প্রতি শীতেই ফিরে আসে এই অতিথিরা। ডানায় ভর করে নতুন মরশুমের বার্তা নিয়ে আসে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাইবেরিয়া থেকে সুন্দরবন, শীত পড়তেই 'রঙিন অতিথিদের' ঢল! জলাভূমিতে অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ স্থানীয়রা
Next Article
advertisement
Bihar Assembly Election Results Update: ২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
  • রাঘোপুরে হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে তেজস্বী যাদব৷

  • আরজেডি-র গড় রাঘোপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সতীশ কুমার৷

  • ২০১০ সালে রাঘোপুরেই রাবড়ি দেবীকে হারিয়েছিলেন সতীশ৷

VIEW MORE
advertisement
advertisement