সাদা খাতার প্রয়োজন হয় না, প্রকৃতি তাঁর কাছে আস্ত ক্যানভাস! দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার 'ট্যালেন্ট' অবাক করবে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Special Art Talent : দুর্গাপুর আইটিআই কলেজের এই ছাত্রী তথা চিত্র শিল্পীর অভিনব শিল্প কলা দেখলে আপনিও আশ্চর্য হবেন। লতা, পাতা, ফল, ফুলে ফুটিয়ে তোলেন ছবি।
দুর্গাপুর আইটিআই কলেজের এই ছাত্রী তথা চিত্র শিল্পীর অভিনব শিল্প কলা দেখলে আপনিও আশ্চর্য হবেন। ওই ছাত্রী অর্পিতা সমাদ্দারের শিল্পসত্ত্বা , শৈল্পিক গুণাবলি, সৃজনশীলতা ও দক্ষতা সহ কল্পনার মাধ্যমে গড়ে ওঠা শিল্পকলা নজর কাড়ছে সোশ্যাল মিডিয়া সহ শিল্পাঞ্চলবাসীর। এক কথাই তিনি কোনও সাধারণ আর্টিস্ট নন। প্রচলিত শিল্পীদের মত কাগজে, কাপড়ে কেবল ছবি আঁকেননা তিনি। (ছবি ও তথ্য - দীপিকা সরকার)
advertisement
গাছের গোড়া থেকে লতাপাতায় ও ফুল-ফলে ছবি এঁকে নজির গড়েছেন তিনি। জীবন্ত কচুপাতা, পদ্মপাতা, গাছে ধরে থাকা আম, জবা ফুলের পাপড়িতে ইচ্ছে হলেই ছবি এঁকে ফেলেন তিনি। নানান দেবদেবীর ছবি ও জীবজন্তুর চিত্র গাছের পাতায়, গাছের কান্ডে রংতুলি দিয়ে ফুটিয়ে তুলেছেন। সবচেয়ে অবাক বিষয় কাশফুলের ওপরেও তিনি মা দুর্গার দুর্দান্ত একটি মুখ এঁকে ফেলেছেন।যা সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়।
advertisement
ফেলে দেওয়া তালের আঁটির উপর নিজের শিল্পকলা ফুটিয়ে তুলে দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের পড়ুয়া অর্পিতা। শিল্পী তাঁর নিপুন হাতের ছোঁয়ায় ফেলে দেওয়া তালের আঁটির ওপরেই ফুটিয়ে তুলেছিলেন হুবুহু রবি ঠাকুর, লোকনাথ, প্রেমানন্দ মহারাজ সহ বিভিন্ন সুখ্যাত মানুষের মুখমণ্ডল।তাঁর এই শিল্পকলা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেই ভাইরাল হচ্ছে হু হু করে।
advertisement
তবে অর্পিতা কোনও প্রশিক্ষণ ছাড়াই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দেখেই শিখেছেন পেন্টিং, ক্লে আর্ট, চারকোল আর্ট,পেন্সিল স্কেচ , ক্যানভাস ইত্যাদি নানান শিল্পকলা। প্রতিভাবান শিল্পী অর্পিতা তাঁর শিল্পসত্বার জন্য ইতিমধ্যেই দু'টি সংস্থা থেকে সন্মানিত হয়েছেন। মিলেছে প্রশংসাপত্র সহ পদকও। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অর্পিতা কেবল শখের বশেই পড়াশোনার পাশাপাশি করে চলেছেন একের পর এক নজরকারা শিল্পকলা।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর লাগোয়া বাঁকুড়া জেলার বড়জোড়া থানার শ্রীপল্লী কলোনির বাসিন্দা অর্পিতা সমাদ্দার। তিনি দুর্গাপুর ডিপিএল ওল্ড গার্লস স্কুলের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের পড়ুয়া। পাশাপাশি তিনি বড়জোড়া কলেজের স্নাতকের ছাত্রী। পড়াশোনাতেও অর্পিতা অত্যন্ত মেধাবী। তাঁর বাবা অসীম সমাদ্দার পেশায় ইলেক্ট্রিশিয়ান। মা অঞ্জলি সমাদ্দার গৃহবধূ।
advertisement
অর্পিতার মায়ের কথায়, অর্পিতা ছোটবেলা থেকেই আঁকাআঁকি পছন্দ করতেন। পাশাপাশি শৈল্পিক গুণাবলীও ছিল তাঁর। তাঁকে ছোটোবেলায় আঁকার স্কুলে ভর্তি করা হয়। কিন্তু অর্পিতার সেখানে মন বসেনি। বাড়িতেই আঁকাআঁকি সহ নিজের শৈল্পিক গুণকে কাজে লাগিয়ে চিত্রকলা সহ মাটির তৈরি নানান শিল্পকলা করতে থাকেন তিনি। তিনি আইটিআই কলেজের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক রমেশ রক্ষিতের একটি ছবি মাটির থালায় এঁকে,ওই ছবি উপহার দিয়েছেন রমেশবাবুকে। রমেশবাবু জানান, অর্পিতা পড়াশোনার পাশাপাশি রংতুলির কাজে বেশ পারদর্শী। তিনি কলেজের নানান প্রজেক্টের কাজেও তাঁর শিল্পসত্ত্বা ফুটিয়ে তোলেন। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
