Sundarban Seed Fair: বীজ মেলা সুন্দরবনে, ফল-ফুল-সবজি বীজের সম্ভার
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Sundarban Seed Fair: কৃষিতে বিপ্লব ঘটাতে প্রযুক্তিতে যেমন নজর দিতে হবে তার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে বীজে। সেই লক্ষ্যে শুরু বীজ মেলা
উত্তর ২৪ পরগনা: নানান প্রজাতির ফল, ফুল, সবজির বীজের সমাহারে বীজ মেলা সুন্দরবনে। সুন্দরবন এলাকার চাষি তথা প্রান্তিক মানুষদের চাষের প্রতি আগ্রহী করতে আয়োজিত হল বীজ মেলা। মূলত ভাল বীজ চেনা ও তা থেকে ভাল মানের ফসল তৈরিই কৃষির মূলমন্ত্র।
কৃষিতে বিপ্লব ঘটাতে প্রযুক্তিতে যেমন নজর দিতে হবে তার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে বীজে। সেজন্য ভাল মানের সঠিক বীজের গুরুত্ব দেশের কৃষক ও কৃষিকাজে সংশ্লিষ্টদের বোঝাতে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আয়োজিত হল বীজ মেলা। এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বীজ মেলায় সুন্দরবন এলাকার মানুষের যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেল।
advertisement
advertisement
এলাকার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ফল, ফুল, সবজির পরিচিত ঘটনার পাশাপাশি কৃষকদের জৈব পদ্ধতিতে চাষের মাধ্যম হিসেবে উৎসাহিত করতে এই বীজ মেলায় বিভিন্ন জাতের বীজের সমাহারে একাধিক স্টল বসে। যেখানে রংবেরঙের ও রকমারি ধরনের ফল, ফুলের দেশীয় বীজের সমাহারে ভরে ওঠে বীজ মেলা। মেলাকে কেন্দ্র করে সুন্দরবন এলাকার চাষি ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। যেখানে তারা একে অপরের মধ্যে বিভিন্ন ফল, ফুল, সবজির বীজ আদান-প্রদান করেন পাশাপাশি অনেকেই কেনাবেচাও করেন। সবমিলিয়ে সুন্দরবন এলাকার চাষি থেকে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির বীজের আদান-প্রদানের মাধ্যমে সমন্বয় গড়ে ওঠে।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 9:27 PM IST