Masland Madur: মাদুরে ফুটে উঠবে আপনার মুখ! সবংয়ে বোনা হচ্ছে এই নতুন মাদুর
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Masland Madur: দেব-দেবীর ছবি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য কিংবা আপনার নিজের ছবিও কাস্টমাইজ করে দেবেন শিল্পীরা
পশ্চিম মেদিনীপুর: এই জেলার সবং বিখ্যাত মাদুর শিল্পের জন্য। গ্রাম কিংবা শহর, শহরতলীতে ব্যবহৃত হয় সেই মাদুর। কিন্তু জানেন কি মোটা মোটা ভারী মাদুর নয়, এবার একই মাদুরকাঠি দিয়ে সবংয়ে তৈরি হচ্ছে দারুণ সুন্দর এক নতুন ধরনের মাদুর। যা দেখলে চমকে যাবেন। এই মাদুর যেমন হালকা, তেমন দেখতেও সুন্দর।
এই বিশেষ ধরনের মাদুরে কাস্টমাইজ হচ্ছে নানান ছবি। দেব-দেবীর ছবি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য কিংবা আপনার নিজের ছবিও কাস্টমাইজ করে দেবেন শিল্পীরা। মাদুর শিল্পের জন্য বিখ্যাত সবংয়ের সারতা গ্রামের মাদুর শিল্পীরা বরাবর নিত্য নতুন মাদুর নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। মাদুর কাঠি দিয়ে যেমন ট্রাডিশনাল ম্যাট তৈরি হচ্ছে, তেমনই মাদুরকাঠির উপরের আঁশ দিয়ে তৈরি হচ্ছে মসলন্দ মাদুর। যা একদিকে হালকা অন্যদিকে খুব পাতলা। শুধু তাই নয় মাদুরকাঠি দিয়ে বুনে বুনে তৈরি করছেন নানান ছবিও। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, দেবী দুর্গা সহ আপনার নিজের ছবিও বানিয়ে দেবেন শিল্পীরা।
advertisement
advertisement
সবং-এর সারতা গ্রামের মাদুর শিল্পী অশোক জানা বাড়িতেই তৈরি করছেন মসলন্দ মাদুর। সকাল থেকেই তিনি কাঠি নিয়ে বসে পড়েন মাদুর বুনতে। প্রক্রিয়াকরণ করা মাদুর কাঠিকে। বোনার সময় দাঁত দিয়ে আঁশ ছাড়িয়ে নিতে হয়। এরপর হাতের কারসাজিতে মাদুরেই ফুটিয়ে তোলেন নানা ছবি। মুখ্যমন্ত্রীকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ফুটিয়ে তুলেছেন মাদুরে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 9:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Masland Madur: মাদুরে ফুটে উঠবে আপনার মুখ! সবংয়ে বোনা হচ্ছে এই নতুন মাদুর