Masland Madur: মাদুরে ফুটে উঠবে আপনার মুখ! সবংয়ে বোনা হচ্ছে এই নতুন মাদুর

Last Updated:

Masland Madur: দেব-দেবীর ছবি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য কিংবা আপনার নিজের ছবিও কাস্টমাইজ করে দেবেন শিল্পীরা

+
মাদুর

মাদুর শিল্পী অশোক জানা

পশ্চিম মেদিনীপুর: এই জেলার সবং বিখ্যাত মাদুর শিল্পের জন্য। গ্রাম কিংবা শহর, শহরতলীতে ব্যবহৃত হয় সেই মাদুর। কিন্তু জানেন কি মোটা মোটা ভারী মাদুর নয়, এবার একই মাদুরকাঠি দিয়ে সবংয়ে তৈরি হচ্ছে দারুণ সুন্দর এক নতুন ধরনের মাদুর। যা দেখলে চমকে যাবেন। এই মাদুর যেমন হালকা, তেমন দেখতেও সুন্দর।
এই বিশেষ ধরনের মাদুরে কাস্টমাইজ হচ্ছে নানান ছবি। দেব-দেবীর ছবি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য কিংবা আপনার নিজের ছবিও কাস্টমাইজ করে দেবেন শিল্পীরা। মাদুর শিল্পের জন্য বিখ্যাত সবংয়ের সারতা গ্রামের মাদুর শিল্পীরা বরাবর নিত্য নতুন মাদুর নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। মাদুর কাঠি দিয়ে যেমন ট্রাডিশনাল ম্যাট তৈরি হচ্ছে, তেমনই মাদুরকাঠির উপরের আঁশ দিয়ে তৈরি হচ্ছে মসলন্দ মাদুর। যা একদিকে হালকা অন্যদিকে খুব পাতলা। শুধু তাই নয় মাদুরকাঠি দিয়ে বুনে বুনে তৈরি করছেন নানান ছবিও। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, দেবী দুর্গা সহ আপনার নিজের ছবিও বানিয়ে দেবেন শিল্পীরা।
advertisement
advertisement
সবং-এর সারতা গ্রামের মাদুর শিল্পী অশোক জানা বাড়িতেই তৈরি করছেন মসলন্দ মাদুর। সকাল থেকেই তিনি কাঠি নিয়ে বসে পড়েন মাদুর বুনতে। প্রক্রিয়াকরণ করা মাদুর কাঠিকে। বোনার সময় দাঁত দিয়ে আঁশ ছাড়িয়ে নিতে হয়। এরপর হাতের কারসাজিতে মাদুরেই ফুটিয়ে তোলেন নানা ছবি। মুখ্যমন্ত্রীকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ফুটিয়ে তুলেছেন মাদুরে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Masland Madur: মাদুরে ফুটে উঠবে আপনার মুখ! সবংয়ে বোনা হচ্ছে এই নতুন মাদুর
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement