Health Check: ব্যাঙ্কে গ্রাহকদের স্বাস্থ্য পরীক্ষা! সাঁতরাগাছির শাখায় বিরল ছবি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Health Check: একদিকে ব্যাঙ্কের পরিষেবা চলছে, অন্যদিকে গ্রাহকদের স্বাস্থ্য পরীক্ষা, এমনই দৃশ্য দেখা গেল ওই ব্যাঙ্কের শাখায়
হাওড়া: গ্রাহকদের সুস্থ রাখতে মানবিকতার ছবি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। বর্তমান সময়ে চরম ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে মানুষ। সকলেই অর্থ উপার্জন বা সঞ্চয়ের নেশায় নিজের শরীরের যত্নটুকু নিতে ভুলে যাচ্ছে। চরম এই গাফলতির ফলেই রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে মানুষ অসুস্থ হয়ে পড়ার ঘটনা চোখে পড়ছে।
সেইদিকে গুরুত্ব দিয়ে এবার গ্রাহকদের সুস্থ রাখতে একগুচ্ছ প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এগিয়ে এল একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের সাঁতরাগাছি শাখা। ওই শাখার কর্মীদের মতে, ব্যাঙ্কের মূল স্তম্ভ হল গ্রাহকরা। তবে গ্রাহক মানেই বিশাল পুঁজিপতি এমনটা কিন্তু নয়। এমন কিছু গ্রাহক রয়েছে যারা হয়ত ঠিক মত স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন না। এই সমস্ত গ্রাহকদের কথা ভেবে এই গরমের দিনে ব্যাঙ্কে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়।
advertisement
advertisement
একদিকে ব্যাঙ্কের পরিষেবা চলছে, অন্যদিকে গ্রাহকদের স্বাস্থ্য পরীক্ষা, এমনই দৃশ্য দেখা গেল ওই ব্যাঙ্কের শাখায়। প্রাথমিক স্তরের নানান রকম স্বাস্থ্য পরীক্ষা হয় গ্রাহকদের। ব্যাঙ্কের এই মানবিক উদ্যোগে ভীষণ খুশি গ্রাহকরা।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 8:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Health Check: ব্যাঙ্কে গ্রাহকদের স্বাস্থ্য পরীক্ষা! সাঁতরাগাছির শাখায় বিরল ছবি