Cycle Trip: সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ, সঙ্গে সবুজানের বার্তা! প্রসেনজিতকে কুর্নিশ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Cycle Trip: গাছ লাগানো এবং সবুজায়নের বার্তা নিয়ে সাইকেলে করে ভারত ভ্রমণে বের হলেন মুর্শিদাবাদের লালবাগের যুবক প্রসেনজিৎ দাস
দক্ষিণ দিনাজপুর: সাইকেল নিয়ে ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করায় এক অন্যরকম আনন্দ রয়েছে। তা প্রথম এক বাঙালি ভূপর্যটকের কাছ থেকেই জানা গিয়েছিল। সাইকেলে করে ১২ বছর ধরে সারা বিশ্বভ্রমণের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালি ভূপর্যটক বিমল মুখোপাধ্যায়ের নাম। তাঁকে অনুপ্রেরণা করে সেই একই পথে পা বাড়িয়েছেন লালবাগের প্রসেনজিৎ দাস।
গত কিছুদিন ধরেই তীব্র তাপপ্রবাহে নাজেহাল রাজ্যের মানুষ। পরিবেশের ব্যাপক বদল হচ্ছে৷ ব্যাপক পরিমাণে গাছ লাগানো প্রয়োজন। দিন দিন বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। তবু একটা বড় অংশের মানুষ অদ্ভুতভাবে উদাসীন থেকে গিয়েছেন। এমন পরিস্থিতিতে গাছ লাগানো এবং সবুজায়নের বার্তা নিয়ে সাইকেলে করে ভারত ভ্রমণে বের হলেন মুর্শিদাবাদের লালবাগের যুবক প্রসেনজিৎ দাস। ২০২১ সালে সাইকেল করে দেশের ২০ টি রাজ্য ও ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছেন তিনি। এবার সাইকেল করে বিশ্ব ভ্রমণ করার ইচ্ছে।
advertisement
advertisement
এই বিষয়ে প্রসেনজিৎ জানান, সুস্থ পরিবেশ আর শান্তির বার্তা দিতেই তাঁর এই বিশ্বভ্রমণ। ইউটিউবে সাইকেল নিয়ে অনেকের বিশ্বভ্রমণের কথা তাঁকে আকৃষ্ট করেছে। এরপরই নিজের সাইকেলে ভর করে সেই স্বপ্নই পূরণ করার পথে তিনি এগিয়ে চলেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা ভ্রমণ করবেন তিনি। গত ৩ জুন বিশ্ব সাইকেল দিবসে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন প্রসেনজিৎ। তাঁকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 7:19 PM IST