Weekend Destination: ইতিহাসের গন্ধ গায়ে মেখে কলকাতার কাছেই ঘুরে আসুন হাজার বছরের প্রচীন জটার দেউলে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
শীত পড়তেই প্রাণ ফিরে পাচ্ছে ঐতিহাসিক জটার দেউল। সারাবছর মন্দিরে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে শীতকালে বছরের অন্যান্য সময়ের থেকে বেশি সংখ্যায় পর্যটক আসেন।
রায়দিঘি: শীত পড়তেই প্রাণ ফিরে পাচ্ছে ঐতিহাসিক নিদর্শন জটার দেউল। সারাবছর মন্দিরে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে শীতকালে বছরের অন্যান্য সময়ের থেকে বেশি সংখ্যায় পর্যটক আসেন। রায়দিঘীর মণি নদী পেরিয়ে আরও ৬ কিলোমিটার দূরে পূর্ব জটা গ্রামে অবস্থিত জটার মন্দির বা দেউল। শীতকালে অনেক স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণে আসেন অনেকে। মন্দির চত্বরটিকে এখন সংস্কার করা হয়েছে। আগের থেকে পর্যটকবান্ধব হিসাবে গড়ে তোলা হয়েছে এই মন্দির। ফলে প্রচুর মানুষজন আসছেন এখানে।
সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করার সময় ১৮৬৮ সালে প্রথম জঙ্গলের মধ্য থেকে আবিষ্কৃত হয় এই জটার দেউল। এটি একটি জগমোহন বিশিষ্ট রেক দেউল। এই দেউল আবিষ্কারের পর থেকে এই দেউল কখন কীভাবে তৈরী করা হয় তা নিয়ে বিতর্ক তৈরী হয় ইতিহাসবিদ ও প্রত্নত্বাত্বিকদের মধ্যে। অনেকে মনে করেন এই দেউল আনুমানিক ৯৭৫ খ্রীস্টাব্দে রাজা জয়ন্তচন্দ্র নির্মাণ করেন। তবে তা নিয়ে রয়েছে বিতর্ক। জটার মন্দির হিন্দু মন্দির না বৌদ্ধ মন্দির তা নিয়েও রয়েছে বিতর্ক। তবে প্রাকৃতিক বিপর্যয়ে এই মন্দির ক্ষতিগ্রস্ত হলে দ্বাদশ শতাব্দী নাগাদ এই মন্দিরের সংস্কার করেন রাজা লহর চন্দ্র। তিনি ছিলেন শৈব। ফলে মন্দিরে শুরু হয় শিবপূজা।
advertisement
advertisement
২০১১ সালে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের পক্ষ মন্দির চত্বরে শুরু হয় খনন কাজ। এরপর মাটির নীচ থেকে আবিষ্কার হয় কিছু ইটের কাঠামো। আবিষ্কার হয় কিছু পর্তুগিজ মুদ্রা, হাতির দাঁত সহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী। সেই থেকে অনেক ইতিহাসবিদ মনে করেন পর্তুগিজ জলদস্যুরা এটি টাওয়ার হিসাবে ব্যবহার করত। তবে বিতর্ক যাই থাক সুন্দরবনের হাজার বছরের ঐতিহ্য বহণকারী এই দেউল আজও পর্যটকদের কাছে সমান আকর্ষণীয়। সেজন্য এবার শীতে আপনিও কলকাতার কাছে ঘুরে আসুন এই মন্দিরে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2023 7:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weekend Destination: ইতিহাসের গন্ধ গায়ে মেখে কলকাতার কাছেই ঘুরে আসুন হাজার বছরের প্রচীন জটার দেউলে