Bengal Global Business Summit 2023: রাখা হয়েছে দেবী দূর্গার মূর্তি, বাণিজ্য সম্মেলনের আগে সেজে উঠছে কলকাতা

Last Updated:

আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ও বুধবার কলকাতায় বসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2023)। তার আগে সেজেছে কলকাতা, রাজারহাট সল্টলেক-সহ বিস্তীর্ণ এলাকায়।

রাখা হয়েছে দেবী দূর্গার মূর্তি
রাখা হয়েছে দেবী দূর্গার মূর্তি
কলকাতাঃ আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ও বুধবার কলকাতায় বসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2023)। তার আগে সেজেছে কলকাতা, রাজারহাট সল্টলেক-সহ বিস্তীর্ণ এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় করা হয়েছে রাস্তা সংস্কারের কাছ থেকে শুরু করে নতুন করে রং করার কাজ। এয়ারপোর্ট থেকে অতিথিরা এসে পৌঁছাবেন কেউ রাজারহাট নিউটাউনে আবার কেউ যাবেন দক্ষিণ কলকাতার বিভিন্ন পাঁচতারা হোটেলে। আর সেই সব বিষয়কে মাথায় রেখে ফুটপাতে বসানো হয়েছে নতুন পেভার ব্লক।
বড় হোর্ডিং - ব্যানার বড় হোর্ডিং – ব্যানার
রাস্তার রেলিং, ফুটপাতের কার্ভ চ্যানেল নীল – সাদা রংয়ের প্রলেপ পড়েছে। পথের দু’ধারে এবং ফ্লাইওভারের নীচে বাহারি গাছ গাছালি চোখে পড়ছে। স্ট্রীট লাইটগুলিকে এলইডি চেনে মুড়ে দেওয়া হয়েছে। গোটা তিলোত্তমাকে এভাবেই সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি যাতায়াতের পথে চোখ কাটছে বড় বড় হোর্ডিং – ব্যানার। তাতে বাংলার উন্নয়ন এবং সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়েছে।
advertisement
advertisement
কোনটায় দাবি করা হয়েছে রাজ্যের স্কুল শিক্ষায় কত বিনিয়োগ হয়েছে, আবার কোনটায় দেখানো হয়েছে পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধির হার কত। আবার কোন হোডিং এ দেখানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলার অগ্রগতির পরিসংখ্যান। লক্ষীর ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলার ক্ষমতায়ন কীভাবে হয়েছে সে কথাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সাফল্য পৃথকভাবে রাজারহাট নিউটাউন থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে  হোর্ডিং – ব্যানার দিয়ে তুলে ধরা হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মূল অনুষ্ঠান অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Bengal Convention Centre)। কনভেনশন সেন্টারের ঢোকার মুখেই মা দুর্গার মূর্তি রাখা হয়েছে।
advertisement
বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে অতিথিরা আগামীকাল যখন আসবেন তাঁদের চোখে পড়বে মা দুর্গার মূর্তি। গোটা কনভেনশন সেন্টার থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কী কী সাফল্য এসেছে তা তুলে ধরে একাধিক হোর্ডিং – ব্যানার লাগানো হয়েছে। এতদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হতো রাজারহাটের বিশ্ব বাংলা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (Bengal Convention Centre) । এবার মোট তিনটি জায়গায় হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।
advertisement
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পাশাপাশি সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ( Dhano Dhanye auditorium) । এছাড়া আলোচনা সভা গুলির বড় অংশ করা হবে সাইনসিটি লাগোয়া বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে। সবমিলিয়ে প্রস্তুতি চূড়ান্ত। মঙ্গলবার বিশ্ব বাংলা অডিটোরিয়াম লাগোয়া আরও দুটি মিনি এডিটোরিয়াম নিয়ে একটি অন্নেক্সচার বিল্ডিং এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকাল থেকেই আসতে শুরু করবেন দেশ-বিদেশের শিল্পপতি থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bengal Global Business Summit 2023: রাখা হয়েছে দেবী দূর্গার মূর্তি, বাণিজ্য সম্মেলনের আগে সেজে উঠছে কলকাতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement