Bengal Global Business Summit 2023: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের স্থান বদল! উপস্থিত থাকবেন রিলায়েন্স, আদানি গ্রুপের প্রতিনিধিরা

Last Updated:

বিশ্ববাংলা অডিটোরিয়াম-এর পাশাপাশি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ, ধনধান্য অডিটোরিয়ামে হবে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠান।

বঙ্গ বাণিজ্য সম্মেলনের স্থান বদল!
বঙ্গ বাণিজ্য সম্মেলনের স্থান বদল!
কলকাতাঃ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit)  এবার বদল হল ভেন‍্যু (Venue)। বিশ্ববাংলা অডিটোরিয়াম-এর পাশাপাশি বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ, ধনধান্য অডিটোরিয়ামে হবে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠান। রাজ্যের পরিকাঠামোর কেমন উন্নয়ন হয়েছে তা শিল্প মহলের সামনে তুলে ধরতেই এবার একাধিক স্থানে  বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠান বলেই দাবি নবান্নের প্রশাসনিক মহলের। আলোচনা সভাগুলির বড় অংশই হবে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ-এ (Biswa Bangla Mela Prangan)। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে একাধিক বিষয়ের আলোচনা সভা আয়োজিত এবার করা হবে। যা এতদিন ধরে হয়ে এসেছে বিশ্ব বাংলা অডিটোরিয়ামে। এবারের বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে ধনধান্য অডিটোরিয়ামে।
এবারের বাণিজ্য সম্মেলনে রাজ্যের অন্যতম নজরে ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ আনাই মূল লক্ষ্য। কর্মসংস্থানের গড়ে তোলার দিকেই বিশেষ নজর নবান্নের। তার জন্যই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের কী পরিবেশ রাজ্যে রয়েছে তা বিশেষভাবে তুলে ধরতে মরিয়া প্রশাসনিক আধিকারিকরা আন্তর্জাতিক শিল্প মহলের কাছে। এর সঙ্গে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের নজরে দশটি বিষয়ে বিনিয়োগ আনা। ছোট ও মাঝারি শিল্প, কৃষি, তথ্যপ্রযুক্তি, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, পর্যটন, আন্তর্জাতিক ব্যবসা, শিক্ষা ও কারিগরি, ক্রিয়েটিভ ইকোনমি, ইনক্লুসিভ ইকোনমি।
advertisement
advertisement
এবারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে হবে নক্ষত্র সমাবেশ। নবান্ন সূত্রে খবর, আগামীকালের সম্মেলনে উপস্থিত থাকছেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি, নিরঞ্জন হিরানন্দানির মতো শিল্পপতিরা। ‘ক্যাশ ফোর কোয়েশ্চন’ বিতর্কে হিরণান্দনি গ্রুপের নাম জড়ালেও আগামীকাল হিরানান্দনি গ্রুপের পক্ষ থেকে তিনি আসবেন বলেই সবুজ সংকেত এসেছেন নবান্নের কাছে বলেই সূত্রের খবর। শেষ পর্যন্ত গৌতম আদানি বা তাঁর ছেলে করণ আদানি উপস্থিত না থাকলেও আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা আগামীকালকে সম্মেলনে উপস্থিত থাকছেন। উপস্থিত থাকবেন আই টি সি চেয়ারম্যান সঞ্জীব পুরি, জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের মত শিল্পপতিরা। বক্তাদের তালিকাতেও আগামীকাল থাকছেন এই শিল্পপতিরা বলেই নবান্ন সূত্রে খবর। আগামীকাল হিরানন্দানী গ্রুপের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Global Business Summit 2023: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের স্থান বদল! উপস্থিত থাকবেন রিলায়েন্স, আদানি গ্রুপের প্রতিনিধিরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement