Cricket World Cup 2023: ফাইনালের সকালে মাংসের দোকানে লাইন! দাম কোথায় পৌঁছল জানেন?

Last Updated:
বাঙালির রবিবার মানেই এলাহি খাওয়া-দাওয়া। আর তার সঙ্গে সংযোজন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। ১২ বছর পর ফের ভারতের কাছে হাতছানি বিশ্বকাপ জেতার।
1/6
বাঙালির রবিবার মানেই এলাহি খাওয়া-দাওয়া। আর তার সঙ্গে সংযোজন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। ১২ বছর পর ফের ভারতের কাছে হাতছানি বিশ্বকাপ জেতার। তাই সকাল থেকে প্রতিটা বাড়িতে প্রস্তুতি তুঙ্গে।
বাঙালির রবিবার মানেই এলাহি খাওয়া-দাওয়া। আর তার সঙ্গে সংযোজন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। ১২ বছর পর ফের ভারতের কাছে হাতছানি বিশ্বকাপ জেতার। তাই সকাল থেকে প্রতিটা বাড়িতে প্রস্তুতি তুঙ্গে।
advertisement
2/6
তাই, ছুটির দিন জমজমাট করতে সকাল থেকেই ভিড় দেখা গেল মাংসের দোকানে। পুজোর পর কলকাতায় মাংসের দাম অনেকটা কমেছে।
তাই, ছুটির দিন জমজমাট করতে সকাল থেকেই ভিড় দেখা গেল মাংসের দোকানে। পুজোর পর কলকাতায় মাংসের দাম অনেকটা কমেছে।
advertisement
3/6
আজ, রবিবারের বাজারে কলকাতা ও শহরতলির বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৮০- ২০০ টাকা। তবে জেলায় এই রেট কেজিতে আরও ১০-২০ টাকা কম। গোটা মুরগির প্রতি কেজি বেশ কমই আছে।
আজ, রবিবারের বাজারে কলকাতা ও শহরতলির বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৮০- ২০০ টাকা। তবে জেলায় এই রেট কেজিতে আরও ১০-২০ টাকা কম। গোটা মুরগির প্রতি কেজি বেশ কমই আছে।
advertisement
4/6
যদিও বাজারে চিকেনের দাম অনেকটাই কম। তবে মটনের দাম কমেনি। বাজারে কেজি প্রতি মটনের দাম রয়েছে ৭৫০-৮০০ টাকা। তবে, জেলায় ৭৪০ থেকেই শুরু হয় মটনের দাম।
যদিও বাজারে চিকেনের দাম অনেকটাই কম। তবে মটনের দাম কমেনি। বাজারে কেজি প্রতি মটনের দাম রয়েছে ৭৫০-৮০০ টাকা। তবে, জেলায় ৭৪০ থেকেই শুরু হয় মটনের দাম।
advertisement
5/6
অনেক বাড়িতেই রবিবারে মাছেরও হয়। তবে, আজকের বাজরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৬০০ টাকা থেকে শুরু।
অনেক বাড়িতেই রবিবারে মাছেরও হয়। তবে, আজকের বাজরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৬০০ টাকা থেকে শুরু।
advertisement
6/6
চিংড়ির মধ্যে বাগদার প্রতি কেজিতে দাম রয়েছে ৩৫০- ৪০০ টাকা ও গলদার প্রতি কেজিতে দাম রয়েছে ৭০০ টাকা। তাই, রবিবার এলাহি খাওয়া-দাওয়ার সঙ্গে বিশ্বকাপের ফাইনালের জমে যাবে।
চিংড়ির মধ্যে বাগদার প্রতি কেজিতে দাম রয়েছে ৩৫০- ৪০০ টাকা ও গলদার প্রতি কেজিতে দাম রয়েছে ৭০০ টাকা। তাই, রবিবার এলাহি খাওয়া-দাওয়ার সঙ্গে বিশ্বকাপের ফাইনালের জমে যাবে।
advertisement
advertisement
advertisement