Summer Flower: গরমেও শীতের মত বাগান ভর্তি রঙিন ফুল পেতে এই কাজটা করুন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
ফুলের শখ থাকলেই তো আর হল না, গাছের যত্নও নেওয়া চাই। তবে এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে ও ফুলের পরিমাণ কম হতে পারে
উত্তর ২৪ পরগনা: শীত শেষে পিটুনিয়ার অভাব মেটাবে প্যানজি ফুল। ফুল কে না ভালবাসে। রঙিন ফুলের আলোয় মেতে উঠতে চায় সবাই। আর সেজন্যই শীতকাল এলেই ফুলের গাছ তৈরিতে ব্যস্ত হয়ে ওঠেন গাছপ্রেমীরা।
আরও পড়ুন: স্ট্রেচার অকেজো! গাড়ির বেহাল দশায় কর্ম বিরতিতে ১০২ অ্যাম্বুলেন্সের চালকরা, বিপাকে রোগীরা
ঠিক তেমনই শীত শেষ হতেই অনেক রংবাহারী ফুলে ভরে ওঠে চারিপাশ। তবে শীতের ফুল গাছ বলতে আমাদের বাগান আলো করে থাকে চন্দ্রমল্লিকা, পিটুনিয়া’রা। তবে শীতের মরশুম শেষে অনেক সময় ভাল ফুল পাওয়া যায় না। সেক্ষেত্রে পিটুনিয়ার অনেকটাই অভাব মেটাতে পারবে প্যানজি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে প্যানজি শীতকালীন ফুল হলেও মার্চ-এপ্রিল পযর্ন্ত এই ফুল ফুটে থাকে। মনমুগ্ধকর বহুবর্ষজীবী প্যানজি ফুল দেখতে অনেকটা প্রজাপতির মত। বাহারি রঙের হয়ে থাকে এই ফুলগুলো। সাধারণত বেগুনি, লাল, নীল, হলুদ, সাদা রঙের ছোঁয়ায় এদের পাপড়ি প্রজাপতির ন্যায় বিন্যস্ত থাকে। যা পিটুনিয়ার সৌন্দর্যের থেকে কোনও অংশেই কম নয়। চাইলে এটি ছাদ বাগানের টবে কিংবা বাড়ির সামনের বাগানেও রোপন করতে পারেন। কিন্তু ফুলের শখ থাকলেই তো আর হল না, গাছের যত্নও নেওয়া চাই। তবে এই গাছের সঠিক পরিচর্যা না হলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে ও ফুলের পরিমাণ কম হতে পারে। প্যানজির জন্য একটু প্রশস্ত জায়গা দরকার। ছাদে গাছ তৈরির আগে মাটি তৈরির সময় মাটি শুকিয়ে নিন। তার পর মাটির সঙ্গে গোবর সার কিংবা নিমখোল মিশিয়ে নিন। ঝুরঝুরে মাটি টবে দিয়ে তাতে চারা পুঁততে হবে।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2024 4:29 PM IST